ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করতে চলেছে  কেন্দ্রীয় সরকারি সংস্থা ডিরেক্টরেট অফ জুট ডেভ্লপমেন্ট। নিয়োগ করা হবে কলকাতার ক্যম্পাসে। প্রাথমিকভাবে বাছাই প্রার্থীদের কেবলমাত্র ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে।

 

 

কারা আবেদনের যোগ্য

 

 

১) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টঃ এগ্রিকালচার / হর্টিকালচার / প্ল্যান্টেশান কর্প প্রোডাকসন এ স্পেশালাইজেশান সহ এগ্রিকালচার বিষয়ে মাস্টার্স ডিগ্রীধারীরা কম্পিউটারে কাজের জ্ঞান থাকলে আবেদন করতে পারেন। 

২) ডেটা এন্ট্রি অপারেটরঃ যে কোনও শাখার গ্রাজুয়েট এবং ৬ মাসের কম্পিউটার ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকা চাই। 

বয়স হতে হবে ১ এপ্রিল ২০২৩ অনুযায়ী ৪০ বছরের মধ্যে। 

 

 

শূন্যপদ ও চাকরির মেয়াদ

 

 

১) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টঃ মোট দুটি শূন্যপদ। প্রাথমিকভাবে ১ বছরের মেয়াদে নিয়োগ হলেও প্রয়োজনে মেয়াদ বাড়তে পারে।

২) ডেটা এন্ট্রি অপারেটরঃ  মোট একটি শূন্যপদ। প্রাথমিকভাবে ১ বছরের মেয়াদে নিয়োগ হলেও প্রয়োজনে মেয়াদ বাড়তে পারে।

 

 

বেতন

 

 

ডেটা এন্ট্রি অপারেটরঃ   পারিশ্রমিক দেওয়া হবে মাসিক ৩০ হাজার টাকা। এছাড়াও যাতায়াত বাবদ দেওয়া হবে মাসিক ১০০০ টাকা। 

টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টঃ পারিশ্রমিক দেওয়া হবে মাসিক ৪০ হাজার টাকা। এছাড়াও যাতায়াত বাবদ দেওয়া হবে মাসিক ২,৫০০ টাকা। 

 

 

কীভাবে আবেদন করবেন

 

 

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। আবেদনপত্রের সঙ্গে দেবেন সমস্ত যোগ্যতা ও অভিজ্ঞতার স্বপ্রত্যয়িত কপি। আবেদনের শেষ তারিখ ১৬ মার্চ, ২০২৩।

আবেদনের ঠিকানা “Directorate of Jute Development (Ministry of Agriculture and Farmers Welfare), !st MSO building, Maz floor, Nizam Palace Campus, 234/4, AJC Bose Road, Kolkata-20”। 

আবেদনপত্রের বয়ানঃ Download Now

অফিসিয়াল বিজ্ঞপ্তি – Download Now

এই বিষয়ে আরও বিস্তারিত তথ্যের জন্য দেখুন অফিসিয়াল ওয়েবসাইট https://jute.dac.gov.in

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ