ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্কঃ ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে।
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ২৯ এপ্রিল, ২০২৩ এর মধ্যে।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
ক) যে যে বিষয়ে জন্য প্রফেসর পদে নিয়োগ করা হবে সেগুলি হল -
১) গণিত
শূন্যপদ - ১টি
২) ইতিহাস
শূন্যপদ - ১টি
৩) শিক্ষাবিজ্ঞান
শূন্যপদ - ১টি
৪) দর্শন
শূন্যপদ - ১টি
৫) জুওলজি
শূন্যপদ - ১টি
৬) সংস্কৃত
শূন্যপদ - ১টি
৭) উইমেন্স স্টাডিজ
শূন্যপদ - ১টি
৮) বোটানি
শূন্যপদ - ১টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে পি এইচ ডি ডিগ্রী সহ ১০ বছরের অভিজ্ঞতা ও জার্নাল পাবলিশড বা রিসার্চ কাজের দক্ষতা থাকতে হবে।
বেতন - ১,৪৪,২০০/- টাকা
৯) সিস্টার নিবেদিতা চেয়ার প্রফেসর
শূন্যপদ - ১টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে পি এইচ ডি ডিগ্রী এবং ১০ বছরের অভিজ্ঞতা ও সমতুল্য কিছু অন্যান্য দক্ষতা থাকতে হবে।
বেতন - ১,৪৪,২০০/- টাকা
খ) যে যে বিষয়ে অ্যাসোসিয়েট প্রফেসর নিয়োগ করা হবে সেগুলি হল -
১) শিক্ষাবিজ্ঞান
শূন্যপদ - ১টি
২) বাংলা
শূন্যপদ - ১টি
৩) ভৌত বিজ্ঞান
শূন্যপদ - ১টি
৪) ভূগোল
শূন্যপদ - ১টি
৫) দর্শন
শূন্যপদ - ১টি
৬) জুওলজি
শূন্যপদ - ১টি
৭) সংস্কৃত
শূন্যপদ - ১টি
৮) কেমিস্ট্রি
শূন্যপদ - ১টি
৯) উইমেন স্টাডিজ
শূন্যপদ - ১টি
১০) বোটানি
শূন্যপদ - ২টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে পি এইচ ডি ডিগ্রী সহ ১০ বছরের অভিজ্ঞতা ও জার্নাল পাবলিশড বা রিসার্চ কাজের দক্ষতা থাকতে হবে।
বেতন - ১,৩১,৪০০/- টাকা
গ) যে যে বিষয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করা হবে সেগুলি হল -
১) উইমেন স্টাডিজ
শূন্যপদ - ১টি
২) বোটানি
শূন্যপদ - ২টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ৫৫% নম্বর সহ NET/SET পরীক্ষা পাশ হতে হবে।
বেতন - ৫৭,৭০০/- টাকা
ঘ) লাইব্রেরিয়ান
শূন্যপদ - ১টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ৫৫% নম্বর সহ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী এবং পি এইচ ডিগ্রী থাকতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন - ১,৪৪,২০০/- টাকা
প্রবেশন পিরিয়ড - ১বছর
নির্বাচন পদ্ধতি
ইন্টারভিউ এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ২৯ এপ্রিল, ২০২৩ এর মধ্যে।
আবেদন পত্র ডাউনলোড করতে হবে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট www.dhwu.ac.in থেকে।
তারপর তা পূরণ করতে প্রয়োজনীয় তথ্যাদি সহ খামে পুরে ডাকের মাধ্যমে জমা করতে হবে এই ঠিকানায় - ' Office of the Registrar, Diamond Harbour Women's University, Sarisha, Diamond Harbour Road, South 24 Parganas - 743368 '।
প্রফেসর ও লাইব্রেরিয়ান পোস্টের ক্ষেত্রে আবেদন মূল্য ২০০০/- টাকা। তবে নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে ১৫০০/- টাকা। অ্যাসোসিয়েট প্রফেসর এর ক্ষেত্রে ১৫০০/- টাকা। তবে নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে ১২০০/- টাকা। এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টের ক্ষেত্রে ১০০০/- টাকা। তবে নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে ১০০০/- টাকা জমা করতে হবে।
টাকা জমা করতে হবে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে এই ঠিকানায় - ' in favour of Diamond Harbour Women's University payable at Sarisha ' ।
পূর্বে আবেদন করে থাকলে এই বার করতে হবে না। কেবল ফর্ম আপডেট করতে হবে।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট www.dhwu.ac.in।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ।