পলিটেকনিক কলেজে অ্যাসিস্ট্যান্ট, গ্রুপ ডি সহ বিভিন্ন পোস্টে কর্মী নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্কঃ অ্যাসিস্ট্যান্ট, গ্রুপ ডি সহ বিভিন্ন পোস্টে কর্মী নিয়োগ করছে আদ্যাপীঠ আনন্দ পলিটেকনিক কলেজ (AAPC)। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর Advt No: - 1/2022 Date: 29/12/2022। বাংলায় কথা বলা এবং লেখাতে পারদর্শী হতে হবে।
আবেদন করতে হবে ই-মেল বা ডাকের মাধ্যমে ১৪ জানুয়ারি, ২০২৩ এর মধ্যে।
পোস্ট অনুযায়ী যোগ্যতা
১) Lecturer (Civil Engineering) – সিভিল ইঞ্জিনিয়ারিং এ প্রথম শ্রেণীর ব্যাচেলর ডিগ্রি পাশ।
২) Lecturer (Electrical Engineering) - ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ প্রথম শ্রেণীর ব্যাচেলর ডিগ্রি পাশ।
৩) Lecturer (Mechanical Engineering) - মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ প্রথম শ্রেণীর ব্যাচেলর ডিগ্রি পাশ।
আরও পড়ুনঃ একাধিক বেসরকারি সংস্থায় কর্মী নিয়োগ
৪) Lecturer (Mathematics) - ম্যাথ এ প্রথম শ্রেণীর মাস্টার্স পাশ।
৫) Lecturer (Chemistry) – কেমিস্ট্রি এ প্রথম শ্রেণীর মাস্টার্স পাশ।
৬) Lecturer (Computer Science & Technology) – কম্পিউটার সায়েন্স এবং টেকনোলোজি তে প্রথম শ্রেণীর ব্যাচেলর ডিগ্রি পাশ।
৭) Workshop Instructor (Civil Engineering) – সিভিল / সার্ভে ইঞ্জিনিয়ারিং এ প্রথম শ্রেণীর ডিপ্লোমা বা ৫ বছরের অভিজ্ঞতা সহ ন্যাশানাল ট্রেড সার্টিফিকেট বা ৪ বছরের অভিজ্ঞতা সহ অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট থাকতে হবে।
৮) Workshop Instructor (Electrical Engineering) - ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ প্রথম শ্রেণীর ডিপ্লোমা বা ৫ বছরের অভিজ্ঞতা সহ ন্যাশানাল ট্রেড সার্টিফিকেট বা ৪ বছরের অভিজ্ঞতা সহ অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট থাকতে হবে।
৯) Workshop Instructor (Mechanical Engineering) – মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ প্রথম শ্রেণীর ডিপ্লোমা বা ৫ বছরের অভিজ্ঞতা সহ ন্যাশানাল ট্রেড সার্টিফিকেট বা ৪ বছরের অভিজ্ঞতা সহ অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট থাকতে হবে।
আরও পড়ুনঃ PSC Result: কোনদিন কোন পরীক্ষার রেজাল্ট বেরোবে জানিয়ে দিল PSC
১০) Laboratory Assistant (Civil Engineering) – সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা পাশ।
১১) Laboratory Assistant (Mechanical Engineering) – মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা পাশ।
১২) Laboratory Assistant (Computer Science & Technology/ Engineering) - কম্পিউটার সায়েন্স এবং টেকনোলোজি তে ডিপ্লোমা পাশ।
১৩) Group D - ক্লাস এইট পাশ।
গ্রুপ ডি ছাড়া প্রতিটি পোস্টের ক্ষেত্রে সর্বাধিক বয়সসীমা ৩৭ বছর। গ্রুপ ডির ক্ষেত্রে ৪০ বছর। বয়সের হিসেব করতে হবে ১ জানুয়ারি, ২০২২ অনুযায়ী। সংরক্ষিত শ্রেণীর ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে।
আবেদনপত্র সহ গুরুত্বপূর্ণ লিঙ্ক
Download Advertisement | Click Here |
Download Application form for Lecturer | Click Here |
Download Application form for Workshop Instructor / Laboratory Assistant |
Click Here |
Download Form for Group-D | Click Here |
আবেদন পদ্ধতি
একজন প্রার্থী কেবলমাত্র একটি পোস্টের জন্যই আবেদন করতে পারবেন। একাধিক পোস্টে আবেদন করলে সব আবেদনপত্র বাতিল করা হবে।
আরও পড়ুনঃ CRPF recruitment: সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে ১৪৫৮ জন কর্মী নিয়োগ
আবেদন করা যাবে দুভাবে – ১) সরাসরি ই-মেল করে ২) ডাকের মাধ্যমে
দুটি ক্ষেত্রেই আবেদনপত্র অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ফর্ম ফিল আপ করতে হবে।
সমস্ত যোগ্যতার জেরক্স কপির সেলফ অ্যাটেসটেড ডকুমেন্ট সহ পূরণ করা আবেদনপত্র ১৪ জানুয়ারির মধ্যে পাঠাতে হবে এই ঠিকানায় – “Chairman, Adyapeath Annada Polytechnic College, 50, DD Mondal Ghat Road, Dakshineswar, Kolkata, West Bengal – 700076”। খামের ওপরে লিখবেন - “Application for the post of ..................................................................”।
ই মেল করলে (ই মেল আই ডি - recruitment.aapc@gmail.com) সমস্ত ডকুমেন্ট আপলোড করবেন। সাবজেক্ট লাইনে লিখবেন “Application for the post of ..................................................................”। ই মেল এর মাধ্যমে আবেদন করার শেষ সময় ১৪ জানুয়ারি বেলা দেড়টা।
আরও বিস্তারিত তথ্যের জন্য দেখুন অফিসিয়াল ওয়েবসাইট - https://www.adyapeathpolytechnic.com/
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ