Currency Note Press: কারেন্সি নোট প্রেসে বিভিন্ন পদে শতাধিক কর্মী নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্ক: কারেন্সি নোট প্রেসে বিভিন্ন পদে শতাধিক কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - CNPN/HR/Rect./01/2023।
আবেদন করতে হবে অনলাইনে ১৮ নভেম্বর, ২০২৩ এর মধ্যে।
আরও পড়ুনঃ বেসরকারি সংস্থায় কর্মী নিয়োগ
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
১) সুপারভাইজার (টেকনিক্যাল অপারেশন/প্রিন্টিং)
শূন্যপদ - ২টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট ডিগ্রী বা ডিপ্লোমা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১৮ নভেম্বর, ২০২৩ অনুযায়ী ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে।
বেতনক্রম - ২৭,৬০০/- টাকা - ৯৫,৯১০/- টাকা
২) সুপারভাইজার (অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ)
শূন্যপদ - ১টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী সহ ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১৮ নভেম্বর, ২০২৩ অনুযায়ী ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে।
বেতনক্রম - ২৭,৬০০/- টাকা - ৯৫,৯১০/- টাকা
৩) আর্টিস্ট (গ্রাফিক ডিজাইন)
শূন্যপদ - ১টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে ব্যাচেলর ডিগ্রী থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১৮ নভেম্বর, ২০২৩ অনুযায়ী ১৮ বছর থেকে ২৮ বছরের মধ্যে।
বেতনক্রম - ২৩,৯১০/- টাকা - ৮৫,৫৭০/- টাকা
৪) সেক্রেটারিয়েল অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ - ১টি
যোগ্যতা - যে কোন বিষয়ে গ্র্যাজুয়েট পাশ সহ কম্পিউটার ও টাইপিং এ দক্ষতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১৮ নভেম্বর, ২০২৩ অনুযায়ী ১৮ বছর থেকে ২৮ বছরের মধ্যে।
বেতনক্রম - ২৩,৯১০/- টাকা - ৮৫,৫৭০/- টাকা
৫) জুনিয়র টেকনিশিয়ান (ওয়ার্কশপ - ইলেকট্রিক্যাল)
শূন্যপদ - ৬টি
যোগ্যতা - সংশ্লিষ্ট ট্রেডে আই টি আই পাশ হতে হবে।
বয়স - বয়স হতে হবে ১৮ নভেম্বর, ২০২৩ অনুযায়ী ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে।
বেতনক্রম - ১৮,৭৮০/- টাকা - ৬৭,৩৯০/- টাকা
৬) জুনিয়র টেকনিশিয়ান (ওয়ার্কশপ মেশিনিস্ট)
শূন্যপদ - ২টি
যোগ্যতা - সংশ্লিষ্ট ট্রেডে আই টি আই পাশ হতে হবে।
বয়স - বয়স হতে হবে ১৮ নভেম্বর, ২০২৩ অনুযায়ী ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে।
বেতনক্রম - ১৮,৭৮০/- টাকা - ৬৭,৩৯০/- টাকা
৭) জুনিয়র টেকনিশিয়ান (ওয়ার্কশপ ফিটার)
শূন্যপদ - ৪টি
যোগ্যতা - সংশ্লিষ্ট ট্রেডে আই টি আই পাশ হতে হবে।
বয়স - বয়স হতে হবে ১৮ নভেম্বর, ২০২৩ অনুযায়ী ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে।
বেতনক্রম - ১৮,৭৮০/- টাকা - ৬৭,৩৯০/- টাকা
৮) জুনিয়র টেকনিশিয়ান (ওয়ার্কশপ ইলেকট্রনিক্স)
শূন্যপদ - ৪টি
যোগ্যতা - সংশ্লিষ্ট ট্রেডে আই টি আই পাশ হতে হবে।
বয়স - বয়স হতে হবে ১৮ নভেম্বর, ২০২৩ অনুযায়ী ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে।
বেতনক্রম - ১৮,৭৮০/- টাকা - ৬৭,৩৯০/- টাকা
৯) জুনিয়র টেকনিশিয়ান (ওয়ার্কশপ এয়ার কন্ডিশনিং)
শূন্যপদ - ৪টি
যোগ্যতা - সংশ্লিষ্ট ট্রেডে আই টি আই পাশ হতে হবে।
বয়স - বয়স হতে হবে ১৮ নভেম্বর, ২০২৩ অনুযায়ী ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে।
বেতনক্রম - ১৮,৭৮০/- টাকা - ৬৭,৩৯০/- টাকা
১০) জুনিয়র টেকনিশিয়ান (প্রিন্টিং/কন্ট্রোল)
শূন্যপদ - ৯২টি
যোগ্যতা - সংশ্লিষ্ট ট্রেডে আই টি আই পাশ হতে হবে।
বয়স - বয়স হতে হবে ১৮ নভেম্বর, ২০২৩ অনুযায়ী ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে।
বেতনক্রম - ১৮,৭৮০/- টাকা - ৬৭,৩৯০/- টাকা
তবে প্রতিটি পোস্টের ক্ষেত্রেই সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
নির্বাচন পদ্ধতি
অনলাইনে লিখিত পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে। তবে প্রযোজ্য ক্ষেত্রে স্কিল টেস্ট নেওয়া হবে।
নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন SPMCIL এর অফিসিয়াল ওয়েবসাইট cnpnashik.spmcil.com।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে SPMCIL এর অফিসিয়াল ওয়েবসাইট ibpsonline.ibps.in/cnpoct23 এর মাধ্যমে ১৮ নভেম্বর, ২০২৩ এর মধ্যে।
আবেদন মূল্য ৬০০/- টাকা। তবে এসসি/এসটি/প্রতিবন্ধীর ক্ষেত্রে আবেদন মূল্য কেবল ২০০/- টাকা জমা করতে হবে।
টাকা জমা করতে হবে অনলাইনে।
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন SPMCIL এর অফিসিয়াল ওয়েবসাইট cnpnashik.spmcil.com।
এইরকম প্রতি সপ্তাহে একসঙ্গে আপডেট পাওয়ার পাশাপাশি প্রতিদিনের চাকরির খবর নখদর্পণে রাখতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ।