CSIR - সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সিরামিক রিসার্চ ইনস্টিটিউটে কর্মী নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্কঃ CSIR - সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সিরামিক রিসার্চ ইনস্টিটিউটে কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - 01/2023।
আবেদন করতে হবে অনলাইনে। আবেদন প্রক্রিয়া শুরু হবে ২৮ ফেব্রুয়ারি, ২০২৩। আবেদনের শেষ তারিখ ১৫ মার্চ, ২০২৩।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
১) সায়েন্টিস্ট
শূন্যপদ - ৫টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রী অথবা পি. এইচ ডি ডিগ্রী থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১৫ মার্চ, ২০২৩ অনুযায়ী ৩২ বছরের মধ্যে।
বেতনক্রম - ৬৭,৭০০/- টাকা - ২,০৮,৭০০/- টাকা
২) সিনিয়র সায়েন্টিস্ট
শূন্যপদ - ৬টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রী অথবা পি এইচ ডি ডিগ্রী এবং অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১৫ মার্চ, ২০২৩ অনুযায়ী ৩৭ বছরের মধ্যে।
বেতনক্রম - ৭৮,৮০০/- টাকা - ২,০৯,২০০/- টাকা
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে CSIR - CGCRI এর অফিসিয়াল ওয়েবসাইট www.cgcri.res.in এর মাধ্যমে। আবেদন প্রক্রিয়া শুরু হবে ২৮ ফেব্রুয়ারি, ২০২৩। আবেদনের শেষ তারিখ ১৫ মার্চ, ২০২৩।
পাশাপাশি প্রয়োজনীয় তথ্যাদির সেলফ অ্যাটেস্টেড কপি সহ আবেদন পত্র ডাউনলোড করে খামে পুরে ডাকের মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানায় - ' Administrative Officer, CSIR - Central Glass & Ceramic Research Institute, 196, Raja S.C.Mullick Road, Kolkata - 700032 '।
খামের উপর লিখতে হবে - " APPLICATION FOR THE POST OF SCIENTIST/SR.SCIENTIST (Post Code _____)"।
আবেদন মূল্য ৫০০/- টাকা। টাকা জমা করতে হবে NEFT/RTGS/ব্যাঙ্ক ট্রান্সফার করতে হবে এই ঠিকানায় - ' in favour of " Central Glass & Ceramic Research Institute " payable at Kolkata ।
Bank - State Bank of India
Branch - Jadavpur University Branch
A/c No. 30267963259
IFSC Code - SBIN0000093
একাধিক পোস্টে আবেদন করতে পারবেন। তবে পৃথক পৃথক ভাবে আবেদন করতে হবে।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন CSIR - CGCRI এর অফিসিয়াল ওয়েবসাইট www.cgcri.res.in।
সবার আগে চাকরির খবরের আপডেট পেতে নিয়মিত ফলো করুন স্কিল বেঙ্গল এর - ফেসবুক পেজ এবং আমাদের ওয়েবসাইট ।