ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : CSIR - ফোর্থ প্যারাডিগাম ইনস্টিটিউটে কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - 01/2024।

 

আরও পড়ুনঃ বেসরকারি সংস্থায় কর্মী নিয়োগ

ছেলে মেয়ে উভয়েই আবেদনের যোগ্য।

আবেদন করতে হবে অনলাইনে ২৯ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখ এর মধ্যে।

 

 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

 

 

১) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট

শূন্যপদ - ১৫টি

যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রী/ডিপ্লোমা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ২৯ ফেব্রুয়ারি, ২০২৪ অনুযায়ী ২৮ বছরের মধ্যে।

তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

বেতন - ৭৩,৭৩৪/- টাকা

 

২) টেকনিশিয়ান

শূন্যপদ - ১টি

যোগ্যতা - মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে আই টি আই পাশ অথবা অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ২৯ ফেব্রুয়ারি, ২০২৪ অনুযায়ী ২৮ বছরের মধ্যে।

বেতন - ৪০, ৪৬৬/- টাকা

 

৩) ড্রাইভার

শূন্যপদ - ১টি

যোগ্যতা - মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা ও ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ২৯ ফেব্রুয়ারি, ২০২৪ অনুযায়ী ২৭ বছরের মধ্যে।

বেতন - ৪০, ৪৬৬/- টাকা

 

 

নির্বাচন পদ্ধতি

 

 

স্ক্রিনিং, ট্রেড টেস্ট এবং লিখিত পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইট www.csir4pi.in

 

 

আবেদন পদ্ধতি 

 

 

আবেদন করতে হবে অনলাইনে ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইট www.csir4pi.in এর মাধ্যমে ২৯ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখ এর মধ্যে।

পাশাপাশি  অফলাইনে জমা করার শেষ তারিখ ১৫ মার্চ, ২০২৪ তারিখ।

প্রয়োজনীয় তথ্যাদির সেলফ অ্যাটেস্টেড কপি সহ আবেদন পত্র খামে ভরে ডাকের মাধ্যমে জমা করতে হবে এই ঠিকানায় - ' The Controller of Administration, Recruitment Section, CSIR - Fourth Paradigm Institute (CSIR - 4PI), NWTC Road, NAL Belur Campus, Yemlur Post, Bengaluru - 560037 ' ।

আবেদন মূল্য ৫০০/- টাকা। তবে এসসি/এসটি/প্রতিবন্ধী/এক্স - সার্ভিসম্যান/মহিলা এর ক্ষেত্রে আবেদন মূল্য জমা দিতে হবে না।

টাকা জমা করতে হবে অনলাইনে দেওয়া লিঙ্কের মাধ্যমে।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইট www.csir4pi.in

 

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now 

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ