রেলের ইনফরমেশান সিস্টেমে এক্সিকিউটিভ ও ইঞ্জিনিয়ার নিয়োগ
ওয়েব ডেস্কঃ এক্সিকিউটিভ ও ইঞ্জিনিয়ার নিয়োগ করছে রেলওয়ে ইনফরমেশান সিস্টেম। শুরুতে প্রতিমাসে বেতন প্রায় ৪৮ হাজার ৮৫২ টাকা।
কলকাতা সহ সারা ভারতের বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে কেবলমাত্র অনলাইন পরীক্ষার মাধ্যমে ফাইনাল মেধা তালিকা তৈরি হবে। নির্বাচিতদের কলকাতা সহ সারা ভারতের যে কোনও রিজিওনাল অফিসে চাকরি হবে।
আবেদন করতে হবে অনলাইনে ২০ ডিসেম্বর, ২০২২ এর মধ্যে রেলের অফিসিয়াল ওয়েবসাইটে।
পোস্ট অনুযায়ী যোগ্যতা
১) Junior Engineer (Civil) – কমপক্ষে ৬০% নম্বর সহ (SC/ST/PwBD র ক্ষেত্রে ৫৫%) সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা পাশরা আবেদনের যোগ্য।
২) Junior Engineer (Electrical) - কমপক্ষে ৬০% নম্বর সহ (SC/ST/PwBD র ক্ষেত্রে ৫৫%) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা পাশরা আবেদনের যোগ্য।
৩) Executive (Personnel/Administration/HRD) - কমপক্ষে ৬০% নম্বর সহ (SC/ST/PwBD র ক্ষেত্রে ৫৫%) যে কোনও শাখায় গ্র্যাজুয়েট এবং Personnel/Administration/HRD তে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা বা এম বি এ পাশরা আবেদনের যোগ্য ।
৪) Executive (Finance and Accounts) - কমপক্ষে ৬০% নম্বর সহ (SC/ST/PwBD র ক্ষেত্রে ৫৫%) কমার্স এ পোস্ট গ্র্যাজুয়েট অথবা ফিনান্সে ডিপ্লোমা বা এম বি এ সহ যে কোনও শাখার গ্র্যাজুয়েটরা আবেদনের যোগ্য ।
৫) Executive (Procurement) - কমপক্ষে ৬০% নম্বর সহ (SC/ST/PwBD র ক্ষেত্রে ৫৫%) ইঞ্জিনিয়ারিং এর যে কোনও শাখায় ডিপ্লোমা বা লজিস্টিক ও সাপ্লাই চেন ম্যানেজমেন্ট এ এম বি এ পাশরা আবেদনের যোগ্য।
প্রতিটি পোস্টের ক্ষেত্রেই বয়স হতে হবে ২২ থেকে ২৮ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে।
অফিসিয়াল বিজ্ঞপ্তি – Download PDF file
আবেদন ফি
আবেদনের ফি ১২০০ টাকা।
তবে PwBD/Female/Transgender/Ex-Servicemen /SC/ST/Economically Backward Class. দের ক্ষেত্রে ৬০০ টাকা।
যদিও পরীক্ষায় বসলে এই ৬০০ টাকা ফেরত পাওয়া যাবে।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে রেলওয়ে ইনফরমেশান সিস্টেমের অফিসিয়াল ওয়েবসাইটে ২০ ডিসেম্বর, ২০২২ এর মধ্যে।
আবেদনের অফিসিয়াল লিঙ্ক – Apply Now
আরও বিস্তারিত তথ্যের জন্য দেখুন রেলওয়ে ইনফরমেশান সিস্টেমের অফিসিয়াল ওয়েবসাইট - https://cris.org.in/।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ