ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ সেন্ট্রাল পাওয়ার রিসার্চ ইনস্টিটিউটে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - CPRI/01/2023।

ছেলে মেয়ে উভয়েই আবেদনের যোগ্য।

আবেদন করতে হবে অনলাইনে ১৪ এপ্রিল, ২০২৩ এর মধ্যে।

 

 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

 

 

১) ইঞ্জিনিয়ারিং অফিসার গ্রেড I

শূন্যপদ - ৪০টি

যোগ্যতা - সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং এর শাখাতে ব্যাচেলর ডিগ্রী থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ১৪ এপ্রিল, ২০২৩ অনুযায়ী ৩০ বছরের মধ্যে।

বেতনক্রম - ৪৪,৯০০/- টাকা - ১,৪২,৪০০/- টাকা

 

২) সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্ট

শূন্যপদ - ৪টি

যোগ্যতা - প্রথম শ্রেণীর নম্বর সহ কেমিস্ট্রি বিষয়ে বি.এসসি ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ১৪ এপ্রিল, ২০২৩ অনুযায়ী ৩৫ বছরের মধ্যে।

বেতনক্রম - ৩৫,৪০০/- টাকা - ১,১২,৪০০/- টাকা

 

৩) ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট

শূন্যপদ - ১৩টি

যোগ্যতা - প্রথম শ্রেণীর নম্বর সহ ইঞ্জিনিয়ারিং বিষয়ে ৩ বছরের ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ১৪ এপ্রিল, ২০২৩ অনুযায়ী ৩৫ বছরের মধ্যে।

বেতনক্রম - ৩৫,৪০০/- টাকা - ১,১২,৪০০/- টাকা

 

৪) টেকনিশিয়ান গ্রেড I

শূন্যপদ - ২৪টি

যোগ্যতা - ইলেকট্রিক্যাল ট্রেডে আই টি আই সার্টিফিকেট থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ১৪ এপ্রিল, ২০২৩ অনুযায়ী ২৮ বছরের মধ্যে।

বেতনক্রম - ১৯,৯০০/- টাকা - ৬৩,২০০/- টাকা

 

৫) অ্যাসিস্ট্যান্ট গ্রেড II

শূন্যপদ - ১৮টি

যোগ্যতা - প্রথম শ্রেণীর নম্বর সহ গ্র্যাজুয়েট ডিগ্রী পাশ এবং কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ১৪ এপ্রিল, ২০২৩ অনুযায়ী ৩০ বছরের মধ্যে।

বেতনক্রম - ২৫,৫০০/- টাকা - ৮১,১০০/- টাকা

 

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now

 

প্রবেশন পিরিয়ড - ২ বছর

তবে প্রতিটি পোস্টের ক্ষেত্রেই সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

 

 

নির্বাচন পদ্ধতি

 

 

কম্পিউটার বেসড টেস্ট এবং প্রযোজ্য ক্ষেত্রে স্কিল টেস্ট/ট্রেড টেস্ট এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

কেবল  ইঞ্জিনিয়ারিং অফিসার পোস্টের ক্ষেত্রে GATE 2021/2022/2023 পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন CPRI এর অফিসিয়াল ওয়েবসাইট https://cpri.res.in/

 

 

আবেদন পদ্ধতি

 

 

আবেদন করতে হবে অনলাইনে CPRI এর অফিসিয়াল ওয়েবসাইট https://cpri.res.in এর মাধ্যমে ১৪ এপ্রিল, ২০২৩ এর মধ্যে।

ইঞ্জিনিয়ারিং অফিসার, সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে আবেদন মূল্য ১০০০/- টাকা। তবে টেকনিশিয়ান ও অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে আবেদন মূল্য ৫০০/- টাকা।

এসসি/এসটি/এক্স সার্ভিসম্যান/প্রতিবন্ধী/মহিলা এর ক্ষেত্রে আবেদন মূল্য জমা দিতে হবে না।
টাকা জমা করতে হবে অনলাইনের মাধ্যমের দ্বারা।

একাধিক পোস্টের জন্য আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীকে পৃথক পৃথক ভাবে আবেদন করতে হবে।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন CPRI এর অফিসিয়াল ওয়েবসাইট https://cpri.res.in

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ