কলকাতা পুলিশে মাধ্যমিক যোগ্যতায় কনস্টেবল নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্ক : কলকাতা পুলিশে মোট ১৬৬৬ জন কনস্টেবল নিয়োগ করা হবে। মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন।
আরও পড়ুন -
আবেদন করতে হবে অনলাইনে। আবেদন প্রক্রিয়া শুরু হবে ২৯ মে, ২০২২ এবং আবেদনের শেষ তারিখ ২৭ জুন, ২০২২।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
মোট শূন্যপদ - ১৬৬৬টি
পুরুষ - ১৪১০টি
মহিলা - ২৫৬টি
যোগ্যতা
মাধ্যমিক পাশ ছেলেমেয়েদের বাংলা ভাষাতে কথা বলা, পড়া ও লেখার দক্ষতা থাকতে হবে। পাশাপাশি উল্লেখিত নির্দিষ্ট মাপ অনুযায়ী শারীরিকভাবে সক্ষম হতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২ অনুযায়ী ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
বেতনক্রম - নিয়ম বিধি অনুযায়ী বেতন প্রদান করা হবে।
Official Notice - Read Now
নির্বাচন পদ্ধতি
লিখিত পরীক্ষা, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ইন্টারভিউ এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
প্রতিটি ধাপে উত্তীর্ণ হলে পরবর্তী ধাপের পরীক্ষা দিতে পারা যাবে। লিখিত পরীক্ষার প্রশ্নপত্র বাংলা এবং নেপালি ভাষাতে হবে।
লিখিত পরীক্ষার ধরণ, নম্বর, সিলেবাস, শারীরিক সক্ষমতার মাপকাঠি প্রভৃতি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন অফিসিয়াল ওয়েবসাইট https://prb.wb.gov.in বা wbpolice.gov.in বা kolkatapolice.gov.in।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে অফিসিয়াল ওয়েবসাইট https://prb.wb.gov.in বা wbpolice.gov.in বা kolkatapolice.gov.in এর মাধ্যমে।
আবেদন প্রক্রিয়া শুরু হবে ২৯ মে, ২০২২ ও শেষ তারিখ ২৭ জুন, ২০২২।
প্রসেসিং ফি বাবদ আবেদন মূল্য ১৯৩/- টাকা। তবে এসসি/এসটি ক্যাটাগরি এর ক্ষেত্রে প্রসেসিং ফি বাবদ ৪৩/- টাকা জমা দিতে হবে।
টাকা জমা করতে হবে অনলাইনে ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড/নেট ব্যাঙ্কিং ইত্যাদির মাধ্যমে।
আবেদনপত্র সংশোধন করার সময়সীমা ১জুলাই, ২০২২ থেকে ৭জুলাই, ২০২২ পর্যন্ত।
একজন আবেদনকারী কেবল মাত্র একবারই আবেদন করতে পারবেন।
কোনো সমস্যা হলে যোগাযোগ করতে পারেন এই নম্বরে 7044108689/7044109346 বা ইমেল পাঠাতে পারেন এই মেল আইডিতে wbprbonline@applythrunet.co.in।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট https://prb.wb.gov.in বা wbpolice.gov.in বা kolkatapolice.gov.in।