ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : বি এস এফ ওয়াটার উইং এ বিভিন্ন পদে মোট ২৮১ জন কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - A.5/Pers-Rectt/Water Wing Rectt - 2022/2022।

আবেদন করতে হবে অনলাইনে ২৮ জুন, ২০২২ এর মধ্যে।

আরও পড়ুনঃ

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

১) সাব ইন্সপেক্টর (মাস্টার)
 শূন্যপদ - ৮টি
যোগ্যতা - উচ্চমাধ্যমিক পাশ এবং  দ্বিতীয় শ্রেণীর মাস্টার সার্টিফিকেট থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২২ বছর থেকে ২৮ বছরের মধ্যে।
বেতনক্রম - ৩৫,৪০০/- টাকা - ১,১২,৪০০/- টাকা

 

আরও পড়ুনঃ পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ প্রকাশ করল নির্বাচন কমিশন

 

২) সাব ইন্সপেক্টর (ইঞ্জিন ড্রাইভার)
শূন্যপদ - ৬টি
যোগ্যতা - উচ্চমাধ্যমিক পাশ এবং প্রথম শ্রেণীর ইঞ্জিন ড্রাইভার সার্টিফিকেট থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২২ বছর থেকে ২৮ বছরের মধ্যে।
বেতনক্রম - ৩৫,৪০০/- টাকা - ১,১২,৪০০/- টাকা

৩) সাব ইন্সপেক্টর (ওয়ার্কশপ)
শূন্যপদ - ২টি
যোগ্যতা - মেকানিকাল ইঞ্জিনিয়ারিং এ তিন বছরের ব্যাচেলর ডিগ্রী অথবা মেকানিকাল ইঞ্জিনিয়ারিং/মেরিন ইঞ্জিনিয়ারিং/অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২০ বছর থেকে ২৫ বছরের মধ্যে।
বেতনক্রম - ৩৫,৪০০/- টাকা - ১,১২,৪০০/- টাকা

৪) হেড কনস্টেবল (মাস্টার)
শূন্যপদ - ৫২টি
যোগ্যতা - মাধ্যমিক পাশ এবং সেরাঙ সার্টিফিকেট থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২০ বছর থেকে ২৫ বছরের মধ্যে।
বেতনক্রম - ২৫,৫০০/- টাকা - ৮১,১০০/- টাকা

 

আরও পড়ুনঃ ভাইরাল আবেগঘন দুই শিম্পাঞ্জি ভাইয়ের ভিডিও

 

৫) হেড কনস্টেবল (ইঞ্জিন ড্রাইভার)
শূন্যপদ - ৬৪টি
যোগ্যতা - মাধ্যমিক পাশ এবং দ্বিতীয় শ্রেণীর ইঞ্জিন ড্রাইভার সার্টিফিকেট থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২০ বছর থেকে ২৫ বছরের মধ্যে।
বেতনক্রম - ২৫,৫০০/- টাকা - ৮১,১০০/- টাকা

৬) হেড কনস্টেবল (ওয়ার্কশপ)
শূন্যপদ - ১৯টি
যোগ্যতা - মাধ্যমিক পাশ এবং সংশ্লিষ্ট ট্রেডে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট ডিপ্লোমা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২০ বছর থেকে ২৫ বছরের মধ্যে।
বেতনক্রম - ২৫,৫০০/- টাকা - ৮১,১০০/- টাকা

৭) কনস্টেবল (ক্রিউ)
শূন্যপদ - ১৩০টি
যোগ্যতা - মাধ্যমিক পাশ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি সাঁতার জানতে হবে।
বয়স - বয়স হতে হবে ২০ বছর থেকে ২৫ বছরের মধ্যে।
বেতনক্রম - ২১,৭০০/- টাকা - ৬৯,১০০/- টাকা

 

আরও পড়ুনঃ ক্যাশলেস পেমেন্ট হবে আরও সহজ, দেখুন নতুন নিয়ম

 

এছাড়াও প্রতিটি পোস্টের ক্ষেত্রেই উচ্চতা থাকতে হবে ১৬০সেমি এবং বুকের ছাতির মাপ হতে হবে ৭৩ সেমি থেকে ৭৮ সেমি।

তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়স এবং শারীরিক মাফজোকের ক্ষেত্রে ছাড় আছে।

নির্বাচন পদ্ধতি

দুটি ধাপে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

প্রথম ধাপে লিখিত পরীক্ষা নেওয়া হবে।

দ্বিতীয় ধাপে ডকুমেন্টেশন, ফিজিক্যাল মেজারমেন্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ট্রেড টেস্ট, মেডিক্যাল এক্সাম নেওয়া হবে।

প্রথম ধাপে উত্তীর্ণ হলে পরবর্তী ধাপের পরীক্ষা দিতে পারা যাবে।

পরীক্ষার সিলেবাস, নম্বর, ধরণ প্রভৃতি বিস্তারিত জানতে দেখুন বি এস এফ এর অফিসিয়াল ওয়েবসাইট https://rectt.bsf.gov.in/

আবেদন পদ্ধতি

আবেদন করতে হবে অনলাইনে বি এস এফ এর অফিসিয়াল ওয়েবসাইট https://rectt.bsf.gov.in/ এর মাধ্যমে ২৮ জুন, ২০২২ এর মধ্যে।

আবেদন করার আগে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে।

 

আরও পড়ুনঃ ৩ বছর পর বড় পর্দায় কিং খান

 

সাব ইন্সপেক্টর পোস্টগুলোর ক্ষেত্রে আবেদন মূল্য ২০০/- টাকা।

কনস্টেবল ও হেড কনস্টেবল পোস্ট গুলোর ক্ষেত্রে আবেদন মূল্য ১০০/- টাকা।

তবে এসসি/এসটি/বি এস এফ ক্যান্ডিডেট/এক্স সার্ভিস ম্যান এর ক্ষেত্রে আবেদন মূল্য জমা দিতে লাগবে না।

টাকা জমা করতে হবে অনলাইনে ক্রেডিট কার্ড/ডেবিট কার্ড/নেট ব্যাঙ্কিং/UPI ইত্যাদির মাধ্যমে।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন বি এস এফ এর অফিসিয়াল ওয়েবসাইট https://rectt.bsf.gov.in/

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ