বেসরকারি সংস্থায় কর্মী নিয়োগ
ওয়েব ডেস্কঃ সবার জন্য সব রকমের চাকরির খোঁজ সব জায়গায় পাওয়া যায় না। আবার এটাও হয়ত ঠিক যে আপনি সঠিক সময়ে চাকরির খবরই পাচ্ছেন না । তাহলে এই প্রতিবেদন শেষ পর্যন্ত পড়তে থাকুন, আপনি পেয়ে যেতে পারেন মনের মত চাকরির সন্ধান।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ।
১) সংস্থার নাম - S P Enterprises
পোস্টের নাম - বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ
গ্র্যাজুয়েট পাশ ছেলেমেয়েদের সংশ্লিষ্ট কাজ সম্পর্কে জ্ঞান ও দক্ষতা থাকতে হবে।
আবেদনের লিঙ্ক Apply Now
২) সংস্থার নাম - TradeIndia.com - Infocom Network Pvt Ltd
পোস্টের নাম - ফিল্ড সেলস এক্সিকিউটিভ
গ্র্যাজুয়েট পাশ ছেলেমেয়েদের সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ - ৪ বছরের অভিজ্ঞতা ও ভালো কমিউনিকেশন স্কিলস এবং কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।
আবেদনের লিঙ্ক Apply Now
৩) সংস্থার নাম - Meghdoot Textiles
পোস্টের নাম - ফ্রন্ট অফিস রিসেপশনিস্ট
গ্র্যাজুয়েট পাশ ছেলেমেয়েদের সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা ও ভালো কমিউনিকেশন স্কিলস এবং কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।
আবেদনের লিঙ্ক Apply Now
৪) সংস্থার নাম - Instaily Academy
পোস্টের নাম - টেলি কলার
গ্র্যাজুয়েট পাশ ছেলেমেয়েদের সংশ্লিষ্ট ক্ষেত্রে ০ - ২ বছরের অভিজ্ঞতা ও ভালো কমিউনিকেশন স্কিলস থাকলেই আবেদন করতে হবে।
আবেদনের জন্য যোগাযোগ করুন এই নম্বরে 9330203567।
৫) সংস্থার নাম - Marriott Hotels
পোস্টের নাম - গেস্ট রিলেশনস এক্সিকিউটিভ
সংশ্লিষ্ট কাজ সম্পর্কে জ্ঞান ও দক্ষতা থাকতে হবে।
আবেদনের লিঙ্ক Apply Now