বেসরকারি সংস্থায় কর্মী নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্কঃ চাকরি বা ব্যবসা - জীবিকা নির্বাহের জন্য প্রত্যেকেরই কিছু না কিছু দরকার। কিন্তু কি করবো ? কোথায় যোগাযোগ করবো ? কবে কোথায় চাকরিতে নিয়োগ হচ্ছে ? বা ব্যবসা করার সুযোগ কোথায় পাওয়া যাবে - এই ধরনের খবর হাতের কাছে সবসময় পাওয়া যায় না। এই সমস্ত তথ্যের উত্তর জানতে নিয়মিত চোখ রাখুন স্কিল বেঙ্গল এর ওয়েবসাইটে। সম্পূর্ণ তথ্য যাতে একসাথে পাওয়া যায় তার জন্য নিয়মিত প্রকাশিত হচ্ছে আমাদের এই বিশেষ প্রতিবেদন।
দেখে নিন আজকের সেরা ৫ টি কাজের বাজারের খবর।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ ।
১) সংস্থার নাম - Academy of Vedic Vidya
পোস্টের নাম - বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ
সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা এবং ভালো কমিউনিকেশন স্কিলস থাকলেই আবেদন করতে পারবেন।
আবেদনের লিঙ্ক Apply Now
আরও পড়ুনঃ ITBP Recruitment: ইন্দো - টিবেটান বর্ডার পুলিশ ফোর্সে নিয়োগ
২) সংস্থার নাম - Recroot.in
পোস্টের নাম - সেলস এক্সিকিউটিভ
ব্যাচেলর ডিগ্রী পাশ ছেলেমেয়েদের সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে।
অভিজ্ঞ ও অনভিজ্ঞ উভয়েই আবেদন করতে পারবেন।
আবেদনের লিঙ্ক Apply Now
আরও পড়ুনঃ IIM Calcutta: ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট এ নিয়োগ
৩) সংস্থার নাম - Westin Hotels & Resorts
পোস্টের নাম - ফ্রন্ট অফিস অ্যাসোসিয়েট
সংশ্লিষ্ট কাজ সম্পর্কে জ্ঞান ও দক্ষতা থাকতে হবে।
আবেদনের লিঙ্ক Apply Now
আরও পড়ুনঃ Urgent Jobs: বেসরকারি সংস্থায় কর্মী নিয়োগ
৪) সংস্থার নাম - InnerKraft Health Pvt Ltd
পোস্টের নাম - কনটেন্ট/স্ক্রিপ্ট রাইটার
সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা ও ইংরেজি ভাষাতে ভালো কমিউনিকেশন স্কিলস থাকলেই আবেদন করতে পারবেন।
আবেদনের লিঙ্ক Apply Now
আরও পড়ুনঃ DRDO Recruitment: ট্রেনি নিয়োগ করছে কেন্দ্রীয় গবেষণা সংস্থা
৫) সংস্থার নাম - Alien Brains
পোস্টের নাম - গ্রাফিক ডিজাইনার
সংশ্লিষ্ট কাজ সম্পর্কে জ্ঞান ও দক্ষতা থাকতে হবে।
আবেদনের লিঙ্ক Apply Now