ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

ওয়েব ডেস্কঃ সবার জন্য সব রকমের চাকরির খোঁজ সব জায়গায় পাওয়া যায় না। আবার এটাও হয়ত ঠিক যে আপনি সঠিক সময়ে চাকরির খবরই পাচ্ছেন না । তাহলে এই প্রতিবেদন শেষ পর্যন্ত পড়তে থাকুন, আপনি পেয়ে যেতে পারেন মনের মত চাকরির সন্ধান।

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

 

আজ আপনাদের ৫ টি চাকরির সন্ধান দেওয়া হল। দেখে নিন আপনার যোগ্যতা অনুযায়ী কোন কোম্পানিতে আবেদনের সুযোগ রয়েছে - 

 

১) সংস্থার নাম -  Shree Satyanarayan Temple 

পোস্টের নাম - জুনিয়র উকিল, অফিস ক্লার্ক, কর্মচারী, ড্রাইভার, ওয়াচম্যান, পিওন 

সংশ্লিষ্ট কাজ সম্পর্কে জ্ঞান ও দক্ষতা থাকতে হবে।

তবে অবশ্যই হিন্দু ও ভেজিটেরিয়ান হতে হবে।

আবেদন জন্য সিভি পাঠাতে পারেন এই মেল আইডিতে - lkbangla@gmail.com

যোগাযোগ - 9811022452।

ঠিকানা - শ্রী সত্যনারায়ণ টেম্পল, ১৯ মুখরাম কানরিয়া রোড, হাওড়া - 711101।

 

আরও পড়ুনঃ সরকারি চাকরি চাই ? আজই ফর্ম ফিলাপ করুন

 

২)  সংস্থার নাম -  Society for Ethnopharmacology

পোস্টের নাম - প্রোজেক্ট ইনভেস্টিগেটর 

সংশ্লিষ্ট কাজ সম্পর্কে জ্ঞান ও দক্ষতা থাকতে হবে।

বিস্তারিত তথ্য জানতে দেখুন www.ethnopharmacology.in

 

আরও পড়ুনঃ 5 best movies on Aids: এইডস নিয়ে এই ৫ টি সিনেমা না দেখলেই নয়

 

৩) সংস্থার নাম -  JCMLRI

পোস্টের নাম -  ফ্যাকাল্টি এবং নন - ফ্যাকাল্টি পজিশনে

সংশ্লিষ্ট কাজ সম্পর্কে জ্ঞান ও দক্ষতা থাকতে হবে।

আবেদন করতে হবে ৫ ডিসেম্বর, ২০২২ এর মধ্যে।

বিস্তারিত তথ্য জানতে দেখুন অফিসিয়াল ওয়েবসাইট www.liverfoundation.in

 

আরও পড়ুনঃ কারেন্সি নোট প্রেসে বিভিন্ন পদে কর্মী নিয়োগ

 

৪) সংস্থার নাম - Contai Public School 

পোস্টের নাম -  শিক্ষক, লেডি GNM 

ফিজিক্স, ইতিহাস, ইংরেজি, ভূগোল বিষয়ের জন্য সংশ্লিষ্ট বিষয়ে অনার্স গ্র্যাজুয়েট ডিগ্রী সহ বি.পি.এড ডিগ্রী থাকতে হবে।

কেবল মহিলারা আবেদন করতে পারবেন।

আবেদনের জন্য আগামী ১০ দিনের মধ্যে সিভি পাঠাতে হবে এই ইমেল আইডিতে cps953@gmail.com

 

আরও পড়ুনঃ বলে চার্জ নেই, ম্যাচ আপাতত বন্ধ ! ঘটনা ফুটবল বিশ্বকাপের

 

৫) সংস্থার নাম - Apna

পোস্টের নাম - বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ 

সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদনের লিঙ্ক Apply Now

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ