ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : কোচি শিপইয়ার্ড লিমিটেডে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। নিযুক্ত করা হবে কলকাতার CSL কলকাতা শিপ রিপেয়ার ইউনিট (CKSRU) তে।

আবেদন করতে হবে অনলাইনে ২৬ জুন, ২০২৩ এর মধ্যে।

 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

 

১) ফায়ার ম্যান

শূন্যপদ - ১টি

যোগ্যতা - SSLC পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রের কোর্সে ট্রেনিং প্রাপ্ত ও ভ্যালিড ফার্স্ট এইড সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে  কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

 

আরও পড়ুনঃ সপ্তাহের শুরুতেই একাধিক কোম্পানি তে কর্মী নিয়োগ

২) জুনিয়র সেফটি অ্যাসিস্ট্যান্ট 

শূন্যপদ - ১টি

যোগ্যতা - SSLC পাশ সহ সংশ্লিষ্ট বিষয়ে এক বছরের ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৪ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

পাশাপাশি প্রতিটি পোস্টের ক্ষেত্রেই বাংলা ও হিন্দি ভাষাতে ভালো কমিউনিকেশন স্কিলস থাকলে ভালো।

বয়স - প্রতি পোস্টের ক্ষেত্রেই বয়স হতে হবে ২৬ জুন, ২০২৩ অনুযায়ী ৪০ বছরের মধ্যে।

তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

বেতনক্রম - প্রতিটি পোস্টের ক্ষেত্রেই বেতনক্রম ২১,৩০০/- টাকা - ৬৯,৮৪০/- টাকা।

 

 

নির্বাচন পদ্ধতি 

 

 

দুটি পর্যায়ে নির্বাচন পদ্ধতি সংগঠিত হবে। অনলাইনে অবজেক্টিভ টাইপ টেস্ট, প্র্যাক্টিক্যাল টেস্ট এবং ফিজিক্যাল টেস্ট এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন কোচি শিপ ইয়ার্ডের অফিসিয়াল ওয়েবসাইট www.cochinshipyard.in

 

আবেদন পদ্ধতি

 

আবেদন করতে হবে অনলাইনে কোচি শিপ ইয়ার্ডের অফিসিয়াল ওয়েবসাইট www.cochinshipyard.in এর মাধ্যমে ২৬ জুন, ২০২৩ এর মধ্যে।

আবেদন মূল্য ৭০০/- টাকা + ব্যাঙ্ক চার্জেস। এসসি / এসটির ক্ষেত্রে আবেদন মূল্য জমা দিতে হবে না।
টাকা জমা করতে হবে অনলাইনে ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড/নেট ব্যাঙ্কিং/UPI ইত্যাদির মাধ্যমে।

 

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now

 

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন কোচি শিপ ইয়ার্ডের অফিসিয়াল ওয়েবসাইট www.cochinshipyard.in

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ