Coal India Job: কোল ইন্ডিয়া লিমিটেডে কর্মী নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্ক : কোল ইন্ডিয়া লিমিটেডে কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - WCL/2024/617।
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ১১ এপ্রিল, ২০২৪ তারিখ এর মধ্যে।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
১) সিনিয়র মেডিক্যাল স্পেশালিস্ট
শূন্যপদ - ২৭টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে এমবিবিএস ডিগ্রী সহ ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩১ জানুয়ারি, ২০২৪ অনুযায়ী ৪২ বছরের মধ্যে।
বেতনক্রম - ৭০,০০০/- টাকা - ২,০০,০০০/- টাকা
২) মেডিক্যাল স্পেশালিস্ট
শূন্যপদ - ১০টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে এমবিবিএস ডিগ্রী থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩১ জানুয়ারি, ২০২৪ অনুযায়ী ৩৫ বছরের মধ্যে।
বেতনক্রম - ৬০,০০০/- টাকা - ১,৮০,০০০/- টাকা
৩) সিনিয়র মেডিক্যাল অফিসার
শূন্যপদ - ২৬টি
যোগ্যতা - এমবিবিএস ডিগ্রী সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩১ জানুয়ারি, ২০২৪ অনুযায়ী ৩৫ বছরের মধ্যে।
বেতনক্রম - ৬০,০০০/- টাকা - ১,৮০,০০০/- টাকা
তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
নির্বাচন পদ্ধতি
আবেদনকারীর সংখ্যার উপর ভিত্তি করে নির্বাচন পদ্ধতি নির্ণয় করা হবে। তবে প্রাথমিক ক্ষেত্রে আবেদন পত্রে দেওয়া তথ্যের ভিত্তিতে প্রার্থীদের শর্ট সিলেক্টেড করা ও সেই সকল প্রার্থীদের ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য নির্বাচিত করা হতে পারে।
নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন কোল ইন্ডিয়া লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইট www.coalindia.in।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ১১ এপ্রিল, ২০২৪ তারিখ এর মধ্যে। আবেদন পত্র ডাউনলোড করতে হবে CIL এর অফিসিয়াল ওয়েবসাইট www.coalindia.in থেকে।
তারপর তা পূরণ করে প্রয়োজনীয় তথ্যাদির সেলফ অ্যাটেস্টেড কপি সহ আবেদন পত্র খামে ভরে ডাকের মাধ্যমে জমা করতে হবে এই ঠিকানায় - ' The General Manager (Personnel)/HoD(EE), at Executive Establishment Department, 2nd Floor, Coal Estate, Western Coalfields Limited, Civil Lines, Nagpur, Maharashtra - 440001 ' ।
একজন আবেদনকারী কেবলমাত্র একটি পোস্টের জন্যই আবেদন করতে পারবেন।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন কোল ইন্ডিয়া লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইট www.coalindia.in
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ