ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : কোল ইন্ডিয়া লিমিটেডে মোট ৫৬০ জন ম্যানেজমেন্ট ট্রেনি নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - 03/2023।

 

আরও পড়ুনঃ এক নজরে সপ্তাহের সরকারি চাকরির খবর

 

আবেদন করতে হবে অনলাইনে ১২ অক্টোবর, ২০২৩ এর মধ্যে।

 

 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

 

 

যে যে শাখাতে ম্যানেজমেন্ট ট্রেনি নিয়োগ করা হবে সেগুলি হল - 

 

১) মাইনিং 

শূন্যপদ - ৩৫১টি

 

২) সিভিল

শূন্যপদ - ১৭২টি

 

৩) জিওলজি

শূন্যপদ - ৩৭টি

 

যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণীর নম্বর সহ ডিগ্রী থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ৩১ আগস্ট, ২০২৩ অনুযায়ী ৩০ বছরের মধ্যে।

তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

বেতনক্রম - ৫০,০০০/- টাকা - ১,৬০,০০০/- টাকা

ট্রেনিং পিরিয়ড - ১ বছর

 

 

নির্বাচন পদ্ধতি

 

 

GATE 2023 পরীক্ষায় প্রাপ্ত নম্বর, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিক্যাল এক্সামিনেশন এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

 

নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন CIL এর অফিসিয়াল ওয়েবসাইট www.coalindia.in

 

 

আবেদন পদ্ধতি

 

 

আবেদন করতে হবে অনলাইনে CIL এর অফিসিয়াল ওয়েবসাইট www.coalindia.in এর মাধ্যমে ১২ অক্টোবর, ২০২৩ এর মধ্যে।

 

আবেদন মূল্য ১০০০/- টাকা + GST। তবে এসসি/এসটি/প্রতিবন্ধী প্রভৃতি নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে আবেদন মূল্য জমা দিতে হবে না।

 

টাকা জমা করতে হবে অনলাইনে।

 

কেবলমাত্র একটি পোস্টের জন্য আবেদন করতে পারবেন। একাধিক পোস্টের জন্য আবেদন করতে পারবেন না।

 

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন CIL এর অফিসিয়াল ওয়েবসাইট www.coalindia.in

 

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now

 

এইরকম প্রতি সপ্তাহে একসঙ্গে আপডেট পাওয়ার পাশাপাশি প্রতিদিনের চাকরির খবর নখদর্পণে রাখতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ  গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ