কোল ইন্ডিয়া লিমিটেডে কর্মী নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্কঃ কোল ইন্ডিয়া লিমিটেডে বিভিন্ন শাখাতে মোট ১০৫০ জন ট্রেনি নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - 02/2022।
আরও পড়ুনঃ
আবেদন করতে হবে অনলাইনে কোল ইন্ডিয়া লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে ২২ জুলাই, ২০২২ এর মধ্যে।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
যে যে শাখাতে ম্যানেজমেন্ট ট্রেনি নিয়োগ করা হবে সেগুলি হল -
১) মাইনিং
শূন্যপদ - ৬৯৯ টি
২) সিভিল
শূন্যপদ - ১৬০টি
৩) ইলেকট্রনিক্স অ্যান্ড টেলি কমিউনিকেশন
শূন্যপদ - ১২৪টি
৪) সিস্টেম অ্যান্ড EDP
শূন্যপদ - ৬৭টি
আরও পড়ুনঃ ভূমিকম্পে বেড়ে চলেছে মৃতের সংখ্যা, দেখুন সেই বিধ্বংসী ভিডিও
যোগ্যতা - মাইনিং, সিভিল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলি কমিউনিকেশন শাখার পোস্টের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ৬০% নম্বর সহ বি.ই/বি.টেক/বি.এসসি ডিগ্রী থাকতে হবে।
সিস্টেম অ্যান্ড EDP পোস্টের ক্ষেত্রে কমপক্ষে ৬০% নম্বর সহ কম্পিউটার সায়েন্স/কম্পিউটার ইঞ্জিনিয়ারিং/আই টি বা এমসিএ ডিগ্রী থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩১ মে, ২০২২ অনুযায়ী ৩০ বছরের মধ্যে।
তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
বেতনক্রম - ৫০,০০০/- টাকা - ১,৬০,০০০/- টাকা।
এক বছর পরে তা হবে ৬০,০০০/- টাকা - ১,৮০,০০০/- টাকা।
ট্রেনিং পিরিয়ড - ১ বছর
নির্বাচন পদ্ধতি
GATE - 2022 পরীক্ষায় প্রাপ্ত নম্বর অনুযায়ী প্রার্থীদের শর্ট সিলেক্টেড করা হবে।
সেই সকল প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন ও ইন্টারভিউ এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে কোল ইন্ডিয়া লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইট www.coalindia.in এর মাধ্যমে ২২ জুলাই, ২০২২ এর মধ্যে।
GST বাবদ আবেদন মূল্য ১১৮০/- টাকা।
আরও পড়ুনঃ নতুন করে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি SSC’র
তবে এসসি/এসটি/প্রতিবন্ধী প্রভৃতি ক্যাটাগরির ক্ষেত্রে আবেদন মূল্য জমা দিতে লাগবে না।
টাকা জমা দিতে হবে অনলাইনের মাধ্যম দ্বারা।
কেবল একবারই আবেদন করা যাবে।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন কোল ইন্ডিয়া লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইট www.coalindia.in।