ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সে কনস্টেবল পদে মোট ৪৫১ জন কর্মী নিয়োগ করা হবে।

মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করতে পারবেন।

আবেদন করতে হবে অনলাইনে ২২ ফেব্রুয়ারি, ২০২৩ এর মধ্যে।

 

 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

 

 

১) কনস্টেবল/ড্রাইভার

শূন্যপদ - ১৮৩টি

 

২) কনস্টেবল/ড্রাইভার কাম পাম্প অপারেটর

শূন্যপদ - ২৬৮টি

 

যোগ্যতা - মাধ্যমিক পাশ হতে হবে। পাশাপাশি ড্রাইভিং লাইসেন্স সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ভারী ও হালকা যানবাহন চালানোর ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

এছাড়াও উচ্চতা থাকতে হবে ১৬৭ সেমি ও বুকের ছাতির মাপ কমপক্ষে ৮০ সেমি (এক্সপ্যান্ড হয়ে ৮৫ সেমি)।

বয়স - বয়স হতে হবে ২২ ফেব্রুয়ারি, ২০২৩ অনুযায়ী ২১ বছর থেকে ২৭ বছরের মধ্যে।

তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

বেতনক্রম - ২১,৭০০/- টাকা - ৬৯,১০০/- টাকা

 

 

নির্বাচন পদ্ধতি

 

 

হাইট বার টেস্ট, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ডকুমেন্টেশন, ট্রেড টেস্ট, লিখিত পরীক্ষা এবং মেডিক্যাল এক্সামিনেশন এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন এমপ্লয়মেন্ট নিউজের বিজ্ঞপ্তি বা CISF এর অফিসিয়াল ওয়েবসাইট www.cisfrectt.in

 

 

আবেদন পদ্ধতি

 

 

আবেদন করতে হবে অনলাইনে CISF এর অফিসিয়াল ওয়েবসাইট www.cisfrectt.in এর মাধ্যমে ২২ ফেব্রুয়ারি, ২০২৩ এর মধ্যে।

আবেদন মূল্য ১০০/- টাকা। তবে এসসি/এসটি/এক্স- সার্ভিসম্যান এর ক্ষেত্রে আবেদন মূল্য জমা করতে হবে না।

টাকা জমা করতে হবে অনলাইনে ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড/নেট ব্যাঙ্কিং ইত্যাদির মাধ্যমে অথবা অফলাইনে SBI ব্যাঙ্কের চালানের মাধ্যমে।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন এমপ্লয়মেন্ট নিউজের বিজ্ঞপ্তি বা CISF এর অফিসিয়াল ওয়েবসাইট www.cisfrectt.in

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ