ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : রাজ্যের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টে (CID) বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - 17/CID/GL-I।

আবেদন করতে হবে অনলাইনে। আবেদন প্রক্রিয়া শুরু হবে ১ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখ থেকে।

আবেদনের শেষ তারিখ ১১ ফেব্রুয়ারি, ২০২৪।

 

 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

 

 

১) সুপারভাইজার লেভেল - III

শূন্যপদ - ৪টি

যোগ্যতা - কম্পিউটার সায়েন্স/আই টি তে প্রথম শ্রেণীর নম্বর সহ এমসিএ/এম.এসসি/বি. ই/বি.টেক ডিগ্রী থাকতে হবে। পাশাপাশি কম্পিউটারের সফটওয়্যার সম্পর্কিত জ্ঞান থাকতে হবে।

পারিশ্রমিক - ৩৩,০০০/- টাকা

 

২) কম্পিউটার অ্যানালিস্ট

শূন্যপদ - ৩৭টি

যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে PGDCA/বি.এসসি/বিসিএ / DOEACC " A " লেভেল কোর্স ও সংশ্লিষ্ট ক্ষেত্রে স্কিলস থাকতে হবে।

পারিশ্রমিক - ২০,০০০/- টাকা

 

 

নির্বাচন পদ্ধতি

 

 

অনলাইন টেস্ট/লিখিত পরীক্ষা, প্র্যাক্টিক্যাল টেস্ট এবং ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন CID এর অফিসিয়াল ওয়েবসাইট www.cidwestbengal.gov.in

চুক্তি ভিত্তিক মেয়াদে অস্থায়ী হিসেবে এই নিয়োগ করা হবে।

 

 

আবেদন পদ্ধতি 

 

 

আবেদন করতে হবে অনলাইনে। আবেদন প্রক্রিয়া শুরু হবে ১ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখ থেকে। আবেদনের শেষ তারিখ ১১ ফেব্রুয়ারি, ২০২৪।

 

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now

 

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন CID এর অফিসিয়াল ওয়েবসাইট www.cidwestbengal.gov.in

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ