যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সার্টিফিকেট কোর্সে ভর্তি
স্কিল বেঙ্গল ডেস্কঃ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল রিসার্চ সেন্টার এবং আমরি হাসপাতালের যৌথ উদ্যোগে সার্টিফিকেট কোর্স করানো হবে।
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ২৭ সেপ্টেম্বর, ২০২২ এর মধ্যে।
কোর্স অনুযায়ী বিস্তারিত তথ্য
কোর্সের নাম - ফর্মাকোভিজিলান্স ইন ক্লিনিক্যাল রিসার্চ
যোগ্যতা - বি.এসসি/বি.ফার্ম/এম.ফার্ম /এম.বি.বি.এস/এম.ডি/এম.ডিএস/নার্সিং/বি এইচ এম এস/বি ডি এস/বি.ভিএসসি / প্যারামেডিকেল কোর্সে ডিপ্লোমা
কোর্সের মেয়াদ - ৯ মাস
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now
কোর্স শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ২৯ অক্টোবর, ২০২২।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ২৭ সেপ্টেম্বর, ২০২২ এর মধ্যে। আবেদন পত্র সংগ্রহ করতে হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সেন্টার থেকে।
এই সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট www.jaduniv.edu.in বা
যোগাযোগ করতে পারেন - Director, Clinical Research Centre (CRC),
Jadavpur University, Kolkata - 700032।
ফোন নম্বর - 9088401354
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ