ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - 08/2022।

ছেলেমেয়ে উভয়েই আবেদনের যোগ্য।

আরও পড়ুন কর্মী নিয়োগ করছে ইন্টেলিজেন্স ব্যুরো

আবেদন করতে হবে অনলাইনে ১২ মে, ২০২২ এর মধ্যে।

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য


১) অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট
নিয়োগ - জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া
শূন্যপদ - ২২টি
যোগ্যতা - কেমিস্ট্রিতে মাস্টার্স ডিগ্রী অথবা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং/টেকনোলজিতে ব্যাচেলর ডিগ্রী অথবা কেমিস্ট্রি বিষয়ে ডিগ্রী/ডিপ্লোমা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।
বেতনক্রম - পে - লেভেল ৮

আরও পড়ুন- কয়েক হাজার শূন্যপদে মোট ১৩ টি সরকারি দপ্তরে কর্মী নিয়োগ

২) অ্যাসিস্ট্যান্ট জিওফিজিস্ট
নিয়োগ - জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া
শূন্যপদ - ৪০টি
যোগ্যতা - ফিজিক্স/জিওফিজিক্স/জিওলজি/ম্যাথেমেটিকস এ মাস্টার্স ডিগ্রী অথবা ইলেকট্রনিক্স/কমিউনিকেশনে বি.ই/এএমআই ডিগ্রী থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।
বেতনক্রম - পে - লেভেল ৮

৩) অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর
নিয়োগ - আন্দামান নিকোবর পুলিশ, আন্দামান নিকোবর অ্যাডমিনিস্ট্রেশন
শূন্যপদ - ১টি
যোগ্যতা - বোটানি/জুওলজি/বায়োকেমিস্ট্রি/মাইক্রোবায়োলজি/বায়োটেকনোলজি/মলিকিউলার বায়োলজি/ফরেনসিক সায়েন্স/ফিজিক্যাল অ্যানথ্রপলজি/জেনেটিক্স এ মাস্টার্স ডিগ্রী অথবা বোটানি/জুওলজি বিষয় সহ ব্যাচেলর ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।
বেতনক্রম - পে - লেভেল ১১

৪) সিনিয়র সায়েন্টিফিক অফিসার
নিয়োগ - আন্দামান নিকোবর পুলিশ, আন্দামান নিকোবর অ্যাডমিনিস্ট্রেশন
শূন্যপদ - ১টি
যোগ্যতা - কেমিস্ট্রি/টক্সিকোলজি/বায়োকেমিস্ট্রি/ফরেনসিক সায়েন্স বিষয়ে মাস্টার্স ডিগ্রী অথবা কেমিস্ট্রি বিষয় সহ ব্যাচেলর ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।
বেতনক্রম - পে - লেভেল ১০

৫) সিনিয়র লেকচারার (ফরেনসিক মেডিসিন)
নিয়োগ - গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটাল, চণ্ডীগড়
শূন্যপদ - ১টি
যোগ্যতা - স্টেট মেডিক্যাল/ইন্ডিয়ান মেডিক্যাল রেজিস্টার্ড সহ গ্র্যাজুয়েট পাশ এবং ফরেনসিক মেডিসিনে এম.ডি ডিগ্রী থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৫০ বছরের মধ্যে।
বেতনক্রম - পে - লেভেল ১১

৬) সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার
নিয়োগ - ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, চণ্ডীগড় অ্যাডমিনিস্ট্রেশন
শূন্যপদ - ২টি
যোগ্যতা - সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিগ্রী থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।
বেতনক্রম - ১৫,৬০০/- টাকা - ৩৯,১০০/- টাকা

তবে প্রতিটি পোস্টের ক্ষেত্রেই নির্দিষ্ট ক্যাটাগরি গুলির জন্য বয়সের ছাড় আছে।

নির্বাচন পদ্ধতি


আবেদন পত্রে দেওয়া তথ্যের ভিত্তিতে শর্ট সিলেক্টেড প্রার্থীদের ইন্টারভিউ এর জন্য ডাকা হবে।

নিয়ম অনুযায়ী নির্বাচিত প্রার্থীদের প্রবেশন পিরিয়ডে কাজ করতে হবে কিছু দিন।


আবেদন পদ্ধতি


আবেদন করতে হবে অনলাইনে UPSC এর অফিসিয়াল ওয়েবসাইট http://www.upsconline.nic.in  এ ১২ মে, ২০২২ এর মধ্যে।

আবেদন মূল্য ২৫/- টাকা। তবে এসসি/এসটি/প্রতিবন্ধী/মহিলার ক্ষেত্রে আবেদন মূল্য জমা দিতে লাগবে না। টাকা জমা করতে হবে অনলাইনে ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড/নেট ব্যাঙ্কিং বা SBI এর যে কোন শাখার মাধ্যমে।

আবেদন পত্রের প্রিন্ট আউট বার করা, আবেদন মূল্য জমা করা অর্থাৎ পুরোপুরি ভাবে আবেদন প্রক্রিয়া শেষ করতে হবে ১৩ মে, ২০২২ এর মধ্যে।
আবেদন পত্রের প্রিন্ট আউট অবশ্যই বার করতে হবে কারণ পরবর্তীকালে ইন্টারভিউ এর সময় সেটি কাজে লাগতে পারে।

একাধিক পোস্টে আবেদন করার ক্ষেত্রে পৃথক ভাবে আবেদন করতে হবে।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন UPSC এর অফিসিয়াল ওয়েবসাইট http://www.upsconline.nic.in

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ