ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়াতে মোট ২৫৩টি পোস্টে বিভিন্ন বিভাগে ম্যানেজার পদে (Bank Recruitment 2024) নিয়োগ করা হবে।

ছেলে মেয়ে উভয়েই আবেদনের যোগ্য।

আবেদন করতে হবে অনলাইনে ৩ ডিসেম্বর, ২০২৪ তারিখের মধ্যে।



পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য



পোস্টের নাম - ম্যানেজার (বিবিধ)

মোট শূন্যপদ - ২৫৩টি

যোগ্যতা - ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট বা সংশ্লিষ্ট বিষয়ে গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী পাশ হতে হবে ও সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স -  বয়স হতে হবে ১ অক্টোবর, ২০২৪ তারিখ অনুযায়ী কমপক্ষে ২৩ বছর থেকে ৪০ বছরের মধ্যে।

তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

বেতন - পোস্ট অনুযায়ী বেতন বিভিন্ন।

প্রবেশন পিরিয়ড - ২ বছর



নির্বাচন পদ্ধতি 



অনলাইনে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

লিখিত পরীক্ষা হওয়ার সম্ভাব্য তারিখ ১৪ ডিসেম্বর, ২০২৪।


আরও পড়ুনঃ একনজরে কোথায় কি চাকরি


ইন্টারভিউ হওয়ার সম্ভাব্য সময় জানুয়ারি, ২০২৫ এর দ্বিতীয় সপ্তাহ।

কলকাতা সহ দেশের বিভিন্ন স্থানে পরীক্ষাকেন্দ্রের ব্যবস্থা আছে।

নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন CBI ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট centralbankofindia.co.in/en/recruitments



আবেদন পদ্ধতি



আবেদন করতে হবে অনলাইনে CBI ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট centralbankofindia.co.in এর মাধ্যমে ৩ ডিসেম্বর, ২০২৪ তারিখের মধ্যে (Central Bank of India Recruitment 2024)।

ইন্টিমেশন চার্জ সহ আবেদন মূল্য ৮৫০/- + GST। তবে এসসি/এসটি/প্রতিবন্ধী/মহিলার ক্ষেত্রে কেবল ইন্টিমেশন চার্জ বাবদ ১৭৫/- টাকা জমা করতে হবে।

টাকা জমা করতে হবে অনলাইনে ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড/নেট ব্যাঙ্কিং ইত্যাদির মাধ্যমে।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন CBI ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট centralbankofindia.co.in


চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ