ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে ২০২৩ - ২৪ বর্ষে মোট ৫০০০ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে।

আবেদন করতে হবে অনলাইনে ৩ এপ্রিল, ২০২৩ এর মধ্যে।

ট্রেনিং দেওয়া হবে Apprentices Act 1961 অনুযায়ী।

ট্রেনিং এর মেয়াদ - ১ বছর

 

 

ট্রেড অনুযায়ী বিস্তারিত তথ্য

 

 

মোট শূন্যপদ - ৫০০০টি

পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শূন্যপদ - ৩৬২টি

উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা সহ বাঁকুড়া, দূর্গাপুর, জলপাইগুড়ি, শিলিগুড়ি ও কোচবিহার অঞ্চলে নিয়োগ করা হবে।

যোগ্যতা - গ্র্যাজুয়েট ডিগ্রী পাশ হতে হবে। পাশাপাশি শারীরিকভাবে সক্ষম হতে হবে।

বয়স - বয়স হতে হবে ৩১ মার্চ, ২০২৩ অনুযায়ী কমপক্ষে ২০ বছর থেকে ২৮ বছরের মধ্যে।

তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

স্টাইপেন্ড - রুরাল/সেমি আর্বান ব্রাঞ্চে ১০,০০০/- টাকা।   

আর্বান ব্রাঞ্চে ১২,০০০/- টাকা। মেট্রো ব্রাঞ্চে ১৫,০০০/- টাকা।

 

 

নির্বাচন পদ্ধতি

 

 

অনলাইনে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

পাশাপাশি আঞ্চলিক ভাষাতে দক্ষতা থাকতে হবে।

 

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now

 

নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট www.centralbankofindia.co.in

 

 

আবেদন পদ্ধতি

 

 

আবেদন করতে হবে অনলাইনে ৩ এপ্রিল, ২০২৩ এর মধ্যে। রেজিস্ট্রেশন করতে হবে অ্যাপ্রেন্টিসশিপ ইন্ডিয়া এর অফিসিয়াল ওয়েবসাইট https://www.apprenticeshipindia.gov.in/apprenticeship/opportunity-view/6412cbf5977ed17c321d25e2 এ।

আবেদন মূল্য ৮০০/- টাকা + GST। তবে এসসি/এসটি/মহিলা এর ক্ষেত্রে আবেদন মূল্য ৬০০/- টাকা + GST এবং প্রতিবন্ধীর ক্ষেত্রে আবেদন মূল্য ৪০০/- টাকা + GST।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট www.centralbankofindia.co.in অথবা অ্যাপ্রেন্টিসশিপ ইন্ডিয়া এর অফিসিয়াল ওয়েবসাইট www.apprenticeshipindia.gov.in

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ