ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক :  জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ করবে চেন্নাই পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (CPCL)। ছেলেমেয়ে উভয়েই আবেদনের যোগ্য। শুরুতেই বেতন ২৫,০০০/- টাকা।
আবেদন করতে হবে অনলাইনে CPCL এর অফিসিয়াল ওয়েবসাইটে ১৪ এপ্রিল, ২০২২ এর মধ্যে।

অফিসিয়াল বিজ্ঞপ্তি -   Download Now

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য


১) জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট (প্রোডাকশন)
মোট শূন্যপদ - ১৭টি
যোগ্যতা - কমপক্ষে ৬০% নম্বর সহ কেমিক্যাল/পেট্রোলিয়াম/পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং/টেক. এ ৩ বছরের ডিপ্লোমা অথবা কেমিস্ট্রি বিষয় সহ সায়েন্স এ গ্র্যাজুয়েট ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আরও পড়ুন - রিজার্ভ ব্যাঙ্কে চাকরির সুযোগ

২) জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট ট্রেনি (প্রোডাকশন)
শূন্যপদ - ১৬টি
যোগ্যতা - কমপক্ষে ৬০% নম্বর সহ কেমিক্যাল/পেট্রোলিয়াম/পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং/টেক. এ ৩ বছরের ডিপ্লোমা অথবা কেমিস্ট্রি বিষয় সহ সায়েন্স এ গ্র্যাজুয়েট ডিগ্রী থাকতে হবে।

আরও পড়ুন - রাজ্যের পুরসভাগুলিতে কয়েকশ কর্মী নিয়োগ

৩) জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট (মেকানিকাল)(মেকানিকাল)
শূন্যপদ - ৪টি
যোগ্যতা - কমপক্ষে ৬০% নম্বর সহ মেকানিকাল ইঞ্জিনিয়ারিং এ ৩ বছরের ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

৪) জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট ট্রেনি (মেকানিকাল)(মেকানিকাল)
শূন্যপদ - ৫টি
যোগ্যতা - কমপক্ষে ৬০% নম্বর সহ মেকানিকাল ইঞ্জিনিয়ারিং এ ৩ বছরের ডিপ্লোমা থাকতে হবে।

৫) জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট (ইলেকট্রিক্যাল)
শূন্যপদ - ৪টি
যোগ্যতা - কমপক্ষে ৬০% নম্বর সহ ইলেকট্রিক্যাল/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ ৩ বছরের ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আরও পড়ুন - SSC র মাধ্যমে কয়েক হাজার কর্মী নিয়োগ

৬) জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট ট্রেনি (ইলেকট্রিক্যাল)
শূন্যপদ - ৪টি
যোগ্যতা - কমপক্ষে ৬০% নম্বর সহ ইলেকট্রিক্যাল/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ ৩ বছরের ডিপ্লোমা থাকতে হবে।

৭) জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট (ইন্সট্রুমেন্টেশন)
শূন্যপদ - ৩টি
যোগ্যতা - কমপক্ষে ৬০% নম্বর সহ ইন্সট্রুমেন্টেশন/ ইন্সট্রুমেন্টেশন অ্যান্ড ইলেকট্রনিক্স/ ইন্সট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল/ ইন্সট্রুমেন্টেশন অ্যান্ড কমিউনিকেশন এ ৩ বছরের ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

৮) জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট ট্রেনি (ইন্সট্রুমেন্টেশন)
শূন্যপদ - ২টি
যোগ্যতা - কমপক্ষে ৬০% নম্বর সহ ইন্সট্রুমেন্টেশন/ ইন্সট্রুমেন্টেশন অ্যান্ড ইলেকট্রনিক্স/ ইন্সট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল/ ইন্সট্রুমেন্টেশন অ্যান্ড কমিউনিকেশন এ ৩ বছরের ডিপ্লোমা থাকতে হবে।

৯) জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট (মেকানিকাল)
শূন্যপদ - ২টি
যোগ্যতা - কমপক্ষে ৬০% নম্বর সহ মেকানিকাল ইঞ্জিনিয়ারিং এ ৩ বছরের ডিপ্লোমা থাকতে হবে।

১০) জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট ট্রেনি (ইলেকট্রিক্যাল)
শূন্যপদ - ১টি
যোগ্যতা - কমপক্ষে ৬০% নম্বর সহ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ৩ বছরের ডিপ্লোমা থাকতে হবে।

১১) জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (ফায়ার অ্যান্ড সেফটি)
শূন্যপদ - ৮টি
যোগ্যতা - মাধ্যমিক পাশ এবং NFSC এর সাব - অফিসার কোর্স সম্পূর্ণ করে থাকতে হবে। পাশাপাশি ভারী যানবাহন চালানোর ড্রাইভিং লাইসেন্স ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

১২) জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রেনি (ফায়ার অ্যান্ড সেফটি)
শূন্যপদ - ৬টি
যোগ্যতা - ন্যাশনাল অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট সহ আই টি আই পাশ এবং ভারী যানবাহন চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

বয়স - ক্রমিক নং ১,৩,৫,৭ ও ১১ নং পোস্ট গুলির ক্ষেত্রে বয়স হতে হবে ১ ফেব্রুয়ারি, ২০২২ অনুযায়ী ৩০ বছরের মধ্যে। এবং ক্রমিক ২,৪,৬,৮,৯,১০ ও ১২ নং পোস্টের ক্ষেত্রে বয়স হতে হবে ১ ফেব্রুয়ারি, ২০২২ অনুযায়ী ২৬ বছরের মধ্যে।

তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়স ও শিক্ষাগত যোগ্যতার নম্বরের ছাড় আছে।

বেতনক্রম - ২৫,০০০/- টাকা - ১,০৫,০০০/- টাকা


নির্বাচন পদ্ধতি


ক্রমিক ১১ ও ১২ নং পোস্ট ছাড়া বাকি পোস্টগুলোর ক্ষেত্রে আবেদন পত্রে দেওয়া তথ্যের ভিত্তিতে প্রার্থীদের শর্ট সিলেক্টেড করা হবে। সেই সকল প্রার্থীদের অনলাইনে লিখিত পরীক্ষা নেওয়া হবে। MCQ টাইপ প্রশ্ন করা হবে। মোট ১২০ নম্বরের দুটি ধাপে পরীক্ষা হবে। প্রতি ভুল উত্তরের জন্য ১/২ নম্বর কাটা যাবে।
পরীক্ষার সম্ভাব্য সময় ৮মে, ২০২২।
এছাড়া শারীরিক সক্ষমতার পরীক্ষা নেওয়া হবে।

ক্রমিক ১১ ও ১২ নং পোস্টের ক্ষেত্রে শর্ট সিলেক্টেড প্রার্থীদের অনলাইন পরীক্ষার পাশাপাশি ফিজিক্যাল ও এন্ডুরেন্স টেস্ট নেওয়া হবে।

অ্যাডমিট কার্ড CPCL এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে ২ মে, ২০২২ তারিখে।


আবেদন পদ্ধতি


আবেদন করতে হবে অনলাইনে CPCL এর অফিসিয়াল ওয়েবসাইট https://cpcl.co.in/  ১৪ এপ্রিল, ২০২২ এর মধ্যে।
আবেদন করার সময় নিজের ইমেল আইডি ও ফোন নম্বর দিয়ে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে।

আবেদন মূল্য ১০০০/- টাকা। তবে এসসি/এসটি/প্রতিবন্ধী/ এক্স সার্ভিসম্যান/মহিলা এর ক্ষেত্রে আবেদন মূল্য জমা দিতে লাগবে না।
আবেদন মূল্য জমা করতে হবে অনলাইনে ডেবিট/ক্রেডিট কার্ড/নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে।
টাকা জমা করার শেষ তারিখ ১৩ এপ্রিল, ২০২২।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন CPCL এর অফিসিয়াল ওয়েবসাইট https://cpcl.co.in/

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ