ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : এনএলসি ইন্ডিয়া লিমিটেডে বিভিন্ন শাখাতে মোট ৩০০জন ট্রেনি নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - 02/2022।
আবেদন করতে হবে অনলাইনে NLCIL এর অফিসিয়াল ওয়েবসাইটে ১১ এপ্রিল, ২০২২ এর মধ্যে।

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য


যে যে শাখাতে গ্র্যাজুয়েট এক্সিকিউটিভ ট্রেনি নিয়োগ করা হবে সেগুলি হল - 
১) মেকানিকাল
শূন্যপদ - ১১৭টি
যোগ্যতা - মেকানিকাল ইঞ্জিনিয়ারিং/মেকানিকাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এ ব্যাচেলর ডিগ্রী থাকতে হবে।

২) ইলেকট্রিক্যাল
শূন্যপদ - ৮৭টি
যোগ্যতা - ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/পাওয়ার ইঞ্জিনিয়ারিং এ ব্যাচেলর ডিগ্রী থাকতে হবে।

৩) সিভিল
শূন্যপদ - ২৮টি
যোগ্যতা - সিভিল ইঞ্জিনিয়ারিং/সিভিল অ্যান্ড স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এ ব্যাচেলর ডিগ্রী থাকতে হবে।

৪) মাইনিং
শূন্যপদ - ৩৮টি
যোগ্যতা - মাইনিং ইঞ্জিনিয়ারিং এ ব্যাচেলর ডিগ্রী থাকতে হবে।

৫) জিওলজি
শূন্যপদ - ৬টি
যোগ্যতা - জিওলজিতে এম.টেক/এম. এসসি ডিগ্রী থাকতে হবে।

৬) কন্ট্রোল অ্যান্ড ইন্সট্রুমেন্টেশন
শূন্যপদ - ৫টি
যোগ্যতা - ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং/ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং/অ্যাপ্লাইড ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং এ ব্যাচেলর ডিগ্রী থাকতে হবে।

৭) কেমিক্যাল
শূন্যপদ - ৩টি
যোগ্যতা - কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ব্যাচেলর ডিগ্রী থাকতে হবে।

৮) কম্পিউটার
শূন্যপদ - ১২টি
যোগ্যতা - কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং/কম্পিউটার ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন টেকনোলজিতে ব্যাচেলর ডিগ্রী অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশনে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী থাকতে হবে।

৯) ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং
শূন্যপদ - ৪টি
যোগ্যতা - ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এ ব্যাচেলর ডিগ্রী অথবা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিষয় সহ ইঞ্জিনিয়ারিং এ ব্যাচেলর ডিগ্রী থাকতে হবে।

প্রতিটি পোস্টের যোগ্যতার ক্ষেত্রেই কমপক্ষে ৬০% নম্বর থাকতে হবে তবে এসসি/এসটির ক্ষেত্রে ৫০% নম্বর থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ১ মার্চ, ২০২২ অনুযায়ী ৩০ বছরের মধ্যে।
তবে নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
বেতন - ৫০,০০০/- টাকা - ১,৬০,০০০/- টাকা

নির্বাচন পদ্ধতি


GATE - 2022 পরীক্ষায় প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে প্রার্থীদের শর্ট সিলেক্টেড করা হবে। নির্বাচিত প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন/শারীরিক সক্ষমতার পরীক্ষা নেওয়া হবে।

আবেদন পদ্ধতি


আবেদন করতে হবে অনলাইনে NLCIL এর অফিসিয়াল ওয়েবসাইট www.nlcindia.in  এ ১১ এপ্রিল, ২০২২ এর মধ্যে।

প্রসেসিং ফি বাবদ আবেদন মূল্য ৮৫৪/- টাকা। তবে এসসি/এসটি/প্রতিবন্ধী/এক্স - সার্ভিসম্যান এর ক্ষেত্রে কেবল প্রসেসিং ফি বাবদ  ৩৫৪/- টাকা জমা করতে হবে।
টাকা জমা করতে হবে অনলাইনে SBI ব্যাঙ্কের ই - কালেক্ট ফেসিলিটির মাধ্যমে (www.onlinesbi.com )।

একজন প্রার্থী কেবল একটি পোস্টের জন্য আবেদন করতে পারবেন।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন NLCIL এর অফিসিয়াল ওয়েবসাইট www.nlcindia.in

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ