এনএলসি ইন্ডিয়া লিমিটেডে মোট ৩০০জন ট্রেনি নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্ক : এনএলসি ইন্ডিয়া লিমিটেডে বিভিন্ন শাখাতে মোট ৩০০জন ট্রেনি নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - 02/2022।
আবেদন করতে হবে অনলাইনে NLCIL এর অফিসিয়াল ওয়েবসাইটে ১১ এপ্রিল, ২০২২ এর মধ্যে।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
যে যে শাখাতে গ্র্যাজুয়েট এক্সিকিউটিভ ট্রেনি নিয়োগ করা হবে সেগুলি হল -
১) মেকানিকাল
শূন্যপদ - ১১৭টি
যোগ্যতা - মেকানিকাল ইঞ্জিনিয়ারিং/মেকানিকাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এ ব্যাচেলর ডিগ্রী থাকতে হবে।
২) ইলেকট্রিক্যাল
শূন্যপদ - ৮৭টি
যোগ্যতা - ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/পাওয়ার ইঞ্জিনিয়ারিং এ ব্যাচেলর ডিগ্রী থাকতে হবে।
৩) সিভিল
শূন্যপদ - ২৮টি
যোগ্যতা - সিভিল ইঞ্জিনিয়ারিং/সিভিল অ্যান্ড স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এ ব্যাচেলর ডিগ্রী থাকতে হবে।
৪) মাইনিং
শূন্যপদ - ৩৮টি
যোগ্যতা - মাইনিং ইঞ্জিনিয়ারিং এ ব্যাচেলর ডিগ্রী থাকতে হবে।
৫) জিওলজি
শূন্যপদ - ৬টি
যোগ্যতা - জিওলজিতে এম.টেক/এম. এসসি ডিগ্রী থাকতে হবে।
৬) কন্ট্রোল অ্যান্ড ইন্সট্রুমেন্টেশন
শূন্যপদ - ৫টি
যোগ্যতা - ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং/ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং/অ্যাপ্লাইড ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং এ ব্যাচেলর ডিগ্রী থাকতে হবে।
৭) কেমিক্যাল
শূন্যপদ - ৩টি
যোগ্যতা - কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ব্যাচেলর ডিগ্রী থাকতে হবে।
৮) কম্পিউটার
শূন্যপদ - ১২টি
যোগ্যতা - কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং/কম্পিউটার ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন টেকনোলজিতে ব্যাচেলর ডিগ্রী অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশনে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী থাকতে হবে।
৯) ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং
শূন্যপদ - ৪টি
যোগ্যতা - ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এ ব্যাচেলর ডিগ্রী অথবা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিষয় সহ ইঞ্জিনিয়ারিং এ ব্যাচেলর ডিগ্রী থাকতে হবে।
প্রতিটি পোস্টের যোগ্যতার ক্ষেত্রেই কমপক্ষে ৬০% নম্বর থাকতে হবে তবে এসসি/এসটির ক্ষেত্রে ৫০% নম্বর থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ মার্চ, ২০২২ অনুযায়ী ৩০ বছরের মধ্যে।
তবে নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
বেতন - ৫০,০০০/- টাকা - ১,৬০,০০০/- টাকা
নির্বাচন পদ্ধতি
GATE - 2022 পরীক্ষায় প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে প্রার্থীদের শর্ট সিলেক্টেড করা হবে। নির্বাচিত প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন/শারীরিক সক্ষমতার পরীক্ষা নেওয়া হবে।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে NLCIL এর অফিসিয়াল ওয়েবসাইট www.nlcindia.in এ ১১ এপ্রিল, ২০২২ এর মধ্যে।
প্রসেসিং ফি বাবদ আবেদন মূল্য ৮৫৪/- টাকা। তবে এসসি/এসটি/প্রতিবন্ধী/এক্স - সার্ভিসম্যান এর ক্ষেত্রে কেবল প্রসেসিং ফি বাবদ ৩৫৪/- টাকা জমা করতে হবে।
টাকা জমা করতে হবে অনলাইনে SBI ব্যাঙ্কের ই - কালেক্ট ফেসিলিটির মাধ্যমে (www.onlinesbi.com )।
একজন প্রার্থী কেবল একটি পোস্টের জন্য আবেদন করতে পারবেন।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন NLCIL এর অফিসিয়াল ওয়েবসাইট www.nlcindia.in ।