কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিসটিকাল ইনস্টিটিউটে কর্মী নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্ক : কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিসটিকাল ইনস্টিটিউটে কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - ASU/2022/25/RCB/AdvtNTR। পুরুষ মহিলা উভয়েই আবেদন করতে পারবেন। শুরুতেই পারিশ্রমিক ২০,০০০/- টাকা।
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ১৪ এপ্রিল, ২০২২ এর মধ্যে।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
১) পোস্ট - প্রোজেক্ট লিঙ্কড পার্সন (টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট)
শূন্যপদ - ১টি
যোগ্যতা - সায়েন্স এ গ্র্যাজুয়েট/মাস্টার্স ডিগ্রীর পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এবং ডকুমেন্টেশন, রিপোর্ট রাইটিং, সফটওয়্যার প্রভৃতি সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ মার্চ, ২০২২ অনুযায়ী ৩৫ বছরের মধ্যে।
তবে এসসি/এসটি/প্রতিবন্ধী/মহিলার ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
পারিশ্রমিক - ২০,০০০/- টাকা - ২৫,০০০/- টাকা (মাসিক)
২) পোস্ট - প্রোজেক্ট লিঙ্কড পার্সন (জুনিয়র রিসার্চ ইঞ্জিনিয়ার)
শূন্যপদ - ৪টি
যোগ্যতা - বি.টেক/এম.টেক ডিগ্রী (CS/EE/ETC) এবং C, Python প্রভৃতি প্রোগ্রামিং এ দক্ষতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ মার্চ, ২০২২ অনুযায়ী ৩৫ বছরের মধ্যে।
তবে এসসি/এসটি/প্রতিবন্ধী/মহিলার ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
পারিশ্রমিক - ২৫,০০০/- টাকা - ৩২,০০০/- টাকা (মাসিক)
নির্বাচন পদ্ধতি
আবেদনের ভিত্তিতে শর্ট লিস্টেড প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউ হওয়ার ৩ দিন আগে প্রার্থীদের ইমেল/ফোনে জানিয়ে দেওয়া হবে।
কাজ শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ১ মে, ২০২২ বা তার পরবর্তী সময়ে।
নিয়োগ করা হবে আর সি বোস সেন্টার ফর ক্রিপ্টলজি অ্যান্ড সিকিউরিটি এর রিসার্চ প্রোজেক্টে।
৬ মাসের মেয়াদে অস্থায়ী হিসেবে নিয়োগ করা হবে। তবে পরবর্তীকালে মেয়াদ বৃদ্ধি পেতে পারে।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে ইমেলের মাধ্যমে অনুযায়ী ১৪ এপ্রিল, ২০২২ এর মধ্যে। সিভি ও অন্যান্য প্রয়োজনীয় তথ্যাদি সহ ইমেল করতে হবে এই ইমেল আইডিতে - rcbose@isical.ac.in। পাশাপাশি তা কপি করে পাঠাতে হবে এই ইমেল আইডিতে - plp.coec@gmail.com। ইমেলের সাবজেক্ট এ লিখতে হবে - ' Application for PLP (TA) Post ' অথবা ' Application for PLP (JRE) Post '।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইট https://www.isical.ac.in ।