ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ ক্যান্টনমেন্ট বোর্ড অফিসে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ করা হবে।

উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন।

আবেদন করতে হবে অনলাইনে ১০ মার্চ, ২০২৩ এর মধ্যে।

 
 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

 

 

পোস্টের নাম - জুনিয়র অ্যাসিস্ট্যান্ট

শূন্যপদ - ১৩টি

যোগ্যতা - উচ্চমাধ্যমিক পাশ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে সার্টিফিকেট থাকতে হবে। পাশাপাশি প্রতি মিনিটে ২৫টি হিন্দি শব্দ এবং ৩০টি ইংরেজি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে।

বেতনক্রম - ২১,৭০০/- টাকা - ৬৯,১০০/- টাকা

কানপুর ক্যান্টনমেন্ট বোর্ড অফিসে নিয়োগ করা হবে।

 

আবেদন পদ্ধতি 

 

আবেদন করতে হবে অনলাইনে ক্যান্টনমেন্ট বোর্ড অফিসের অফিসিয়াল ওয়েবসাইট https://kanpur.cantt.gov.in বা www.mponline.gov.in এর মাধ্যমে ১০ মার্চ, ২০২৩ এর মধ্যে।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন ক্যান্টনমেন্ট বোর্ড অফিসের অফিসিয়াল ওয়েবসাইট https://kanpur.cantt.gov.in বা www.mponline.gov.in অথবা এমপ্লয়মেন্ট নিউজের বিজ্ঞপ্তি।

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ