ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ ক্যান্টনমেন্ট বোর্ড অফিসে চৌকিদার, ক্লার্ক সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে।

উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতার ছেলে মেয়েরা আবেদন করতে পারবেন।

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ১৫ জানুয়ারি, ২০২৩ এর মধ্যে।

 

 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

 

 

১) ক্লার্ক 

শূন্যপদ - ১টি

যোগ্যতা - উচ্চ মাধ্যমিক পাশ সহ কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং এ দক্ষতা এবং প্রতি মিনিটে ৩০টি ইংরেজি শব্দ ও ২৫টি হিন্দি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ১৫ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ২১ বছর থেকে ৩০ বছরের মধ্যে।

বেতনক্রম - ২০,২০০/- টাকা - ৬৪,০০০/- টাকা

 

২) ফায়ারম্যান

শূন্যপদ - ১টি

যোগ্যতা - উচ্চ মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ট্রেনিং কোর্স থাকতে হবে। পাশাপাশি উচ্চতা থাকতে হবে ১৬৫ সেমি ও বুকের ছাতির মাপ থাকতে হবে ৮০ সেমি। 

বয়স - বয়স হতে হবে ১৫ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ২১ বছর থেকে ৩০ বছরের মধ্যে।

বেতনক্রম - ২০,২০০/- টাকা - ৬৪,০০০/- টাকা

 

৩) ব্যারিয়ার গার্ড

শূন্যপদ - ১টি

যোগ্যতা - উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে। পাশাপাশি পুরুষদের ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে ১৬৫ সেমি ও বুকের ছাতির মাপ হতে হবে ৭৯ সেমি থেকে ৮৪ সেমি এবং মহিলাদের ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে ১৫০ সেমি ও বুকের ছাতির মাপ হতে হবে ৭৪ সেমি থেকে ৭৯ সেমি।

বয়স - বয়স হতে হবে ১৫ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ২১ বছর থেকে ৩০ বছরের মধ্যে।

বেতনক্রম - ২১,৩০০/- টাকা - ৬৭,৮০০/- টাকা

 

৪) ল্যাব টেকনিশিয়ান

শূন্যপদ - ১টি

যোগ্যতা - উচ্চ মাধ্যমিক পাশ সহ মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা অথবা বি.এসসি ডিগ্রী থাকতে হবে। পাশাপাশি প্যারা মেডিক্যাল কোর্সে রেজিস্টার্ড হতে হবে।

বয়স - বয়স হতে হবে ১৫ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ২১ বছর থেকে ৩০ বছরের মধ্যে।

বেতনক্রম - ২৯,৭০০/- টাকা - ৯৪,১০০/- টাকা

 

৫) চৌকিদার

শূন্যপদ - ১টি

যোগ্যতা - স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানে মিডল ক্লাস পাশ হতে হবে।

বয়স - বয়স হতে হবে ১৫ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ২১ বছর থেকে ৩০ বছরের মধ্যে।

বেতনক্রম - ১৮,০০০/- টাকা - ৫৬,৯০০/- টাকা

 

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now

 

তবে প্রতিটি পোস্টের ক্ষেত্রেই সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

 

 

নির্বাচন পদ্ধতি

 

 

লিখিত পরীক্ষা এবং প্রযোজ্য ক্ষেত্রে স্কিল টেস্ট নেওয়ার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

চৌকিদার পোস্টের ক্ষেত্রে লিখিত পরীক্ষা নেওয়া হবে না।

নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন ক্যান্টনমেন্ট বোর্ড অফিসের অফিসিয়াল ওয়েবসাইট https://kasauli.cantt.gov.in/  ।

প্রবেশন পিরিয়ড - ২ বছর

হিমাচল প্রদেশ অঞ্চলে নিয়োগ করা হবে।

 

 

আবেদন পদ্ধতি 

 

 

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ১৫ জানুয়ারি, ২০২৩ এর মধ্যে।

আবেদন পত্র ডাউনলোড করতে হবে ক্যান্টনমেন্ট বোর্ড অফিসের অফিসিয়াল ওয়েবসাইট https://kasauli.cantt.gov.in/  থেকে।

তারপর তা পূরণ করে প্রয়োজনীয় তথ্যাদির সেলফ অ্যাটেস্টেড কপি সহ খামে পুরে ডাকের মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানায় - ' Cantonment Board, Kasauli District, Solan (H.P) - 173204 '।

খামের উপর স্ট্যাম্প ও কোন পোস্টের জন্য আবেদন করা হয়েছে সেটি উল্লেখ করতে হবে।

একজন আবেদনকারী কেবল মাত্র একটি পোস্টের জন্যই আবেদন করতে পারবেন।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন ক্যান্টনমেন্ট বোর্ড অফিসের অফিসিয়াল ওয়েবসাইট https://kasauli.cantt.gov.in/ ।

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ ।

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ