Cantonment Board Recruitment: ক্যান্টনমেন্ট বোর্ড অফিসে বিভিন্ন পদে কর্মী নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্কঃ ক্যান্টনমেন্ট বোর্ড অফিসে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে।
অষ্টম শ্রেণী পাশ যোগ্যতার ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন।
আবেদন করতে হবে অনলাইনে। আবেদন প্রক্রিয়া শুরু হবে ২০ জানুয়ারি, ২০২২ তারিখ থেকে ও আবেদনের শেষ তারিখ ৮ জানুয়ারি, ২০২৩।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
১) স্যানিটারি ইন্সপেক্টর
শূন্যপদ - ২টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে বি.এসসি ডিপ্লোমা থাকতে হবে।
বেতনক্রম - ২৮,৭০০/- টাকা - ৯১,৩০০/- টাকা
২) জুনিয়র ক্লার্ক
শূন্যপদ - ১টি
যোগ্যতা - উচ্চ মাধ্যমিক পাশ সহ কম্পিউটারে ডিপ্লোমা কোর্স এবং শর্ট হ্যান্ড ও টাইপিং এ দক্ষতা থাকতে হবে।
বেতনক্রম - ২৫,৩০০/- টাকা - ৮০,৫০০/- টাকা
৩) অ্যাসিস্ট্যান্ট শিক্ষক
শূন্যপদ - ৫টি
যোগ্যতা - বি.এড ডিগ্রী সহ গ্র্যাজুয়েট হতে হবে।
বেতনক্রম - ২৫,৩০০/- টাকা - ৮০,৫০০/- টাকা
৪) ইলেকট্রিশিয়ান
শূন্যপদ - ১টি
যোগ্যতা - উচ্চ মাধ্যমিক এবং সংশ্লিষ্ট ট্রেডে আই টি আই পাশ হতে হবে।
বেতনক্রম - ২৫,৩০০/- টাকা - ৮০,৫০০/- টাকা
৫) পাইপ ফিটার
শূন্যপদ - ১টি
যোগ্যতা - উচ্চ মাধ্যমিক এবং সংশ্লিষ্ট ট্রেডে আই টি আই পাশ হতে হবে।
বেতনক্রম - ১৯,৫০০/- টাকা - ৬২,০০০/- টাকা
৬) মোটর পাম্প অ্যাটেনডেন্ট
শূন্যপদ - ১টি
যোগ্যতা - উচ্চ মাধ্যমিক এবং সংশ্লিষ্ট ট্রেডে আই টি আই পাশ হতে হবে।
বেতনক্রম - ১৯,৫০০/- টাকা - ৬২,০০০/- টাকা
৭) চৌকিদার
শূন্যপদ - ১টি
যোগ্যতা - অষ্টম শ্রেণী পাশ হতে হবে।
বেতনক্রম - ১৫,৫০০/- টাকা - ৪৯,০০০/- টাকা
৮) পিয়ন
শূন্যপদ - ১টি
যোগ্যতা - অষ্টম শ্রেণী পাশ হতে হবে।
বেতনক্রম - ১৫,৫০০/- টাকা - ৪৯,০০০/- টাকা
৯) মালি
শূন্যপদ - ২টি
যোগ্যতা - অষ্টম শ্রেণী পাশ হতে হবে।
বেতনক্রম - ১৫,৫০০/- টাকা - ৪৯,০০০/- টাকা
১০) আয়া
শূন্যপদ - ১টি
যোগ্যতা - অষ্টম শ্রেণী পাশ হতে হবে।
বেতনক্রম - ১৫,৫০০/- টাকা - ৪৯,০০০/- টাকা
১১) সাফাইওয়ালা
শূন্যপদ - ৩২টি
যোগ্যতা - অষ্টম শ্রেণী পাশ হতে হবে।
বেতনক্রম - ১৫,৫০০/- টাকা - ৪৯,০০০/- টাকা
আবেদন পক্রিয়াঃ Download Now
বয়স - প্রতিটি পোস্টের ক্ষেত্রেই বয়স হতে হবে ৮ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ২১ বছর থেকে ৩০ বছরের মধ্যে।
তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
নির্বাচন পদ্ধতি
মেন পরীক্ষা এবং স্কিল টেস্ট এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন ক্যান্টনমেন্ট বোর্ড অফিসের অফিসিয়াল ওয়েবসাইট https://jabalpur.cantt.gov.in বা http://www.mponline.gov.in।
জাবালপুর অঞ্চলে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে ক্যান্টনমেন্ট বোর্ড অফিসের অফিসিয়াল ওয়েবসাইট https://jabalpur.cantt.gov.in এর মাধ্যমে। আবেদন প্রক্রিয়া শুরু হবে ২০ জানুয়ারি, ২০২২ তারিখ থেকে ও আবেদনের শেষ তারিখ ৮ জানুয়ারি, ২০২৩।
আবেদন মূল্য ৮০০/- টাকা এবং ডিপার্টমেন্টাল ফি ২০০/- টাকা।
সকল ক্যাটাগরিকেই ডিপার্টমেন্টাল ফি জমা করতে হবে।
একাধিক পোস্টে আবেদন করতে পারবেন। তবে এই ক্ষেত্রে আবেদনকারীকে পৃথক পৃথক ভাবে আবেদন করতে হবে।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন ক্যান্টনমেন্ট বোর্ড অফিসের অফিসিয়াল ওয়েবসাইট https://jabalpur.cantt.gov.in অথবা http://www.mponline.gov.in।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ ।