ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ ক্যান্টনমেন্ট বোর্ড অফিসে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে।

মাধ্যমিক পাশ যোগ্যতার ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন।

আবেদন করতে হবে অনলাইনে ১৬ জানুয়ারি, ২০২৩ এর মধ্যে।

 

 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

 

 

১) ট্যাক্স কালেক্টর

শূন্যপদ - ২টি

যোগ্যতা - উচ্চ মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে সার্টিফিকেট এবং প্রতি মিনিটে ২৫টি হিন্দি শব্দ ও ৩০টি ইংরেজি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ২১ বছর থেকে ৩০ বছরের মধ্যে।

বেতনক্রম - ৫,২০০/- টাকা - ২০,২০০/- টাকা

নির্বাচন পদ্ধতি - লিখিত পরীক্ষা এবং স্কিল টেস্ট এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

 

২) স্যানিটারি ইন্সপেক্টর

শূন্যপদ - ১টি

যোগ্যতা - কেমিস্ট্রি/এগ্রিকালচার/অ্যানিমাল হাসব্যান্ড্রি বিষয়ে ব্যাচেলর ডিগ্রী এবং সংশ্লিষ্ট বিষয়ে এক বছরের ডিপ্লোমা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ২১ বছর থেকে ৩০ বছরের মধ্যে।

বেতনক্রম - ৯,৩০০/- টাকা - ৩৪,৮০০/- টাকা

নির্বাচন পদ্ধতি - লিখিত পরীক্ষা এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

 

৩) মোটর পাম্প অ্যাটেনডেন্ট

শূন্যপদ - ৩টি

যোগ্যতা - মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ট্রেডে আই টি আই পাশ হতে হবে।

বয়স - বয়স হতে হবে ২১ বছর থেকে ৩০ বছরের মধ্যে।

বেতনক্রম - ৫,২০০/- টাকা - ২০,২০০/- টাকা

নির্বাচন পদ্ধতি - লিখিত পরীক্ষা এবং স্কিল টেস্ট এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

 

৪) ড্রটসম্যান

শূন্যপদ - ১টি

যোগ্যতা - উচ্চ মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ট্রেডে সার্টিফিকেট বা ডিপ্লোমা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ২১ বছর থেকে ৩০ বছরের মধ্যে।

বেতনক্রম - ৫,২০০/- টাকা - ২০,২০০/- টাকা

নির্বাচন পদ্ধতি - লিখিত পরীক্ষা এবং স্কিল টেস্ট এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

 

৫) লাইন ম্যান

শূন্যপদ - ১টি

যোগ্যতা - বিজ্ঞান শাখার বিষয় সহ উচ্চ মাধ্যমিক পাশ এবং ইলেকট্রিক্যাল ট্রেডে আই টি আই সার্টিফিকেট থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ২১ বছর থেকে ৩০ বছরের মধ্যে।

বেতনক্রম - ৫,২০০/- টাকা - ২০,২০০/- টাকা

নির্বাচন পদ্ধতি - লিখিত পরীক্ষা এবং স্কিল টেস্ট এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

 

৬) ফিটার

শূন্যপদ - ১টি

যোগ্যতা - বিজ্ঞান ও গণিত বিষয় সহ উচ্চ মাধ্যমিক পাশ এবং সংশ্লিষ্ট ট্রেডে আই টি আই সার্টিফিকেট থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ২১ বছর থেকে ৩০ বছরের মধ্যে।

বেতনক্রম - ৫,২০০/- টাকা - ২০,২০০/- টাকা

নির্বাচন পদ্ধতি - লিখিত পরীক্ষা এবং স্কিল টেস্ট এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

 

৭) জুনিয়র অ্যাসিস্ট্যান্ট

শূন্যপদ - ৬টি

যোগ্যতা - উচ্চ মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে সার্টিফিকেট এবং প্রতি মিনিটে ২৫টি হিন্দি শব্দ ও ৩০টি ইংরেজি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ২১ বছর থেকে ৩০ বছরের মধ্যে।

বেতনক্রম - ৫,২০০/- টাকা - ২০,২০০/- টাকা

নির্বাচন পদ্ধতি - লিখিত পরীক্ষা এবং স্কিল টেস্ট এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

 

৮) অ্যাসিস্ট্যান্ট টিচার

শূন্যপদ - ৪টি

যোগ্যতা - ব্যাচেলর ডিগ্রী পাশ সহ TET/CTET পরীক্ষা দিয়ে থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ২১ বছর থেকে ৩০ বছরের মধ্যে।

বেতনক্রম - ৯,৩০০/- টাকা - ৩৪,৮০০/- টাকা

নির্বাচন পদ্ধতি - লিখিত পরীক্ষা এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

 

৯) স্টেনো টাইপিস্ট

শূন্যপদ - ১টি

যোগ্যতা - উচ্চ মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে সার্টিফিকেট এবং প্রতি মিনিটে ২৫টি হিন্দি শব্দ ও ৩০টি ইংরেজি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ২১ বছর থেকে ৩০ বছরের মধ্যে।

বেতনক্রম - ৫,২০০/- টাকা - ২০,২০০/- টাকা

নির্বাচন পদ্ধতি - লিখিত পরীক্ষা এবং স্কিল টেস্ট এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

 

১০) মিটার রিডার

শূন্যপদ - ১টি

যোগ্যতা - উচ্চ মাধ্যমিক পাশ সহ ইলেকট্রিক্যাল ট্রেডে আই টি আই পাশ হতে হবে।

বয়স - বয়স হতে হবে ২১ বছর থেকে ৩০ বছরের মধ্যে।

বেতনক্রম - ৫,২০০/- টাকা - ২০,২০০/- টাকা

নির্বাচন পদ্ধতি - লিখিত পরীক্ষা এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

 

১১) ওয়ার্ড সার্ভেন্ট 

শূন্যপদ - ১টি

যোগ্যতা - মাধ্যমিক পাশ হতে হবে।

বয়স - বয়স হতে হবে ২১ বছর থেকে ৩০ বছরের মধ্যে।

বেতনক্রম - ৫,২০০/- টাকা - ২০,২০০/- টাকা

নির্বাচন পদ্ধতি - লিখিত পরীক্ষা এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

 

১২) ক্যাশিয়ার

শূন্যপদ - ১টি

যোগ্যতা - উচ্চ মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে সার্টিফিকেট এবং প্রতি মিনিটে ২৫টি হিন্দি শব্দ ও ৩০টি ইংরেজি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ২১ বছর থেকে ৩০ বছরের মধ্যে।

বেতনক্রম - ৫,২০০/- টাকা - ২০,২০০/- টাকা

নির্বাচন পদ্ধতি - লিখিত পরীক্ষা এবং স্কিল টেস্ট এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

 

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now

 

তবে প্রতিটি পোস্টের ক্ষেত্রেই সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

প্রতিটি পোস্টের ক্ষেত্রেই প্রবেশন পিরিয়ড - ২ বছর

নির্বাচন পদ্ধতি সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন ক্যান্টনমেন্ট বোর্ড অফিসের অফিসিয়াল ওয়েবসাইট https://agra.cantt.gov.in/

আগ্রা ক্যান্টনমেন্ট বোর্ড অফিসে নিয়োগ করা হবে।

 

 

আবেদন পদ্ধতি

 

 

আবেদন করতে হবে অনলাইনে ক্যান্টনমেন্ট বোর্ড অফিসের অফিসিয়াল ওয়েবসাইট https://agra.cantt.gov.in/ এর মাধ্যমে ১৬ জানুয়ারি, ২০২৩ এর মধ্যে।

আবেদন মূল্য ১৫০০/- টাকা। তবে এসসি/এসটি/প্রতিবন্ধী/মহিলাদের ক্ষেত্রে আবেদন মূল্য ৮০০/- টাকা।

টাকা জমা করতে হবে অনলাইন পোর্টালের মাধ্যমে।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন ক্যান্টনমেন্ট বোর্ড অফিসের অফিসিয়াল ওয়েবসাইট https://agra.cantt.gov.in/

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ ।

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ