সাব ইন্সপেক্টর পরীক্ষায় প্রার্থীদের নম্বর প্রকাশ করল এস এস সি
স্কিল বেঙ্গল ডেস্কঃ সাব ইন্সপেক্টর পরীক্ষায় (Sub-Inspector in Delhi Police, CAPFs and Assistant Sub Inspector in CISF
Examination, 2018) প্রার্থীদের নম্বর প্রকাশ করল কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিশন।
গত ২০ এপ্রিল এই পরীক্ষার ফাইনাল ফল প্রকাশ করেছিল এস এস সি।
ফাইনাল পরীক্ষায় যারা পাশ করেছেন এবং যারা পাশ করেননি- সবাই ১৫ মে, ২০২১ পর্যন্ত নিজেদের প্রাপ্ত নম্বর দেখতে পারবেন। এর জন্য লাগবে এই সকল তথ্য-
(১) Registration Number
(২) Roll Number
(৩) Date of Birth এবং
(৪) Email-ID/Mobile Number
রেজাল্ট দেখতে পাওয়া যাবে এই লিঙ্কে- CLICK HERE
এই বিষয়ে আরও বিস্তারিত তথ্যের জন্য দেখুন কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিশন এর অফিসিয়াল ওয়েবসাইট।