ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : কানাড়া ব্যাংকে কর্মী নিয়োগ করা হবে।

আবেদন করতে হবে অনলাইনে ২০ অক্টোবর, ২০২৪ তারিখের মধ্যে।



পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য



১) কোম্পানি সেক্রেটারি অফিসার মিডল ম্যানেজমেন্ট (স্কেল II)

শূন্যপদ - ৩টি

যোগ্যতা - সংশ্লিষ্ট ক্ষেত্রে আইসিএসআই এর মেম্বার ও ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ১ জুন, ২০২৪ তারিখ অনুযায়ী ২৫ বছর থেকে ৩০ বছর।

বেতনক্রম - ৬৪,৮২০/- টাকা - ৯৩,৯৬০/- টাকা


২) কোম্পানি সেক্রেটারি অফিসার মিডল ম্যানেজমেন্ট (স্কেল III)

শূন্যপদ - ৩টি

যোগ্যতা - সংশ্লিষ্ট ক্ষেত্রে আইসিএসআই এর মেম্বার ও ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ১ জুন, ২০২৪ তারিখ অনুযায়ী ২৮ বছর থেকে ৩৫ বছর।

বেতনক্রম - ৮৫,৯২০/- টাকা - ১,০৫,২৮০/- টাকা

তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

প্রবেশন পিরিয়ড - ১ বছর



নির্বাচন পদ্ধতি



অনলাইন টেস্ট এবং ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট www.canarabank.com



আবেদন পদ্ধতি 



আবেদন করতে হবে অনলাইনে ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট www.canarabank.com এর মাধ্যমে ২০ অক্টোবর, ২০২৪ তারিখের মধ্যে।


আবেদন পত্রের অফিসিয়াল বয়ানঃ Download now


ইন্টিমেশন চার্জ বাবদ আবেদন মূল্য ৬০০/- টাকা + GST। তবে এসসি/এসটি/প্রতিবন্ধীর ক্ষেত্রে কেবল ইন্টিমেশন চার্জ বাবদ ১০০/- টাকা + GST জমা করতে হবে।

টাকা জমা করতে হবে অনলাইনে।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট www.canarabank.com


অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download now


চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ