ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : ক্যালকাটা ডক লেবার বোর্ডে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে।

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ১৫ জুলাই, ২০২৩ এর মধ্যে।

 

 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

 

 

১) অ্যাকাউন্টস অফিসার

শূন্যপদ - ১টি

যোগ্যতা - বি.কম গ্র্যাজুয়েট পাশ সহ কস্ট/চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট এর কাজ সম্পর্কে জ্ঞান ও দক্ষতা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের থাকতে হবে।

 

 

২) ল অফিসার

শূন্যপদ - ১টি

যোগ্যতা - এল এল বি ডিগ্রী সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

পারিশ্রমিক - প্রতি পোস্টের ক্ষেত্রেই পারিশ্রমিক ৪০,০০০/- টাকা।

১ বছরের চুক্তির মেয়াদে অস্থায়ী হিসেবে এই নিয়োগ করা হবে। তবে প্রয়োজন অনুসারে ও কাজের মানের উপর ভিত্তি করে পরবর্তীকালে মেয়াদ বৃদ্ধি পেতে পারে।

 

আবেদন পদ্ধতি

 

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ১৫ জুলাই, ২০২৩ এর মধ্যে।

সিভি সহ প্রয়োজনীয় তথ্যাদির সেলফ অ্যাটেস্টেড কপি ও পাসপোর্ট ছবি জমা করতে হবে এই ঠিকানায় - ' The Secretary (I/C), Calcutta Dock Labour Board, Fairlie Warehouse, Ground Floor, 6, Strand Road, Kolkata - 700001 '।

এই সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য জানতে ইমেল করতে পারেন এই মেল আইডিতে - caocdlb@gmail.com বা যোগাযোগ করতে পারেন এই নম্বরে - (033) 40703156।

 

প্রতিনিয়ত  সরকারি চাকরির খবরের আপডেট সবার আগে পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ