ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ গতবারের ন্যায় এবারও সরকারি উদ্যোগে রাজ্যের ছেলেমেয়েরা  বেঙ্গল টেনিস অ্যাকাডেমি তে প্রশিক্ষণ এর সুযোগ পাবেন।

বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশনের সহযোগিতায়  পশ্চিমবঙ্গ সরকারের যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তর এই প্রশিক্ষণ চালু করেছে। বর্তমানে জেলা গুলি থেকে মোট ৩৪ জন শিক্ষার্থী বিশিষ্ট কোচেদের অধীনে টেনিসে প্রশিক্ষণ পাচ্ছেন। জেলাস্তরে খেলাধুলোর প্রচার ও প্রসারের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। 

 

কারা সুযোগ পাবেন | BTA Tennis Training

 

যে কোনও জেলার ৫ থেকে ৯ বছর বয়সী ছেলেমেয়েরা টেনিস খেলায় আগ্রহ থাকলে আবেদন এর যোগ্য। বয়সের হিসেব করতে হবে চলতি বছরের ১ জানুয়ারি অনুযায়ী। 

 

কিভাবে বাছাই করা হবে

 

শিক্ষার্থী বাছাই করার জন্য সল্টলেক এর যুবভারতী ক্রীড়াঙ্গনে ট্রায়াল নেওয়া হবে। কবে এই ট্রায়াল নেওয়া হবে তা কয়েকদিনের মধ্যেই জানিয়ে দেওয়া হবে। নির্বাচনী ট্রায়ালের এর জন্য শিক্ষার্থীদের হয়ত ২ বার কলকাতায় আসতে হতে পারে।

সূত্রের খবর,  নির্বাচিত দের প্রথম ৩ মাস ছুটির দিন গুলোতে বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশান এ আসতে হবে। পরবর্তী ধাপের বিষয়ে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। নির্বাচিত ছেলেমেয়েদের অ্যাকাডেমির খেলোয়াড় হিসেবে তালিকা ভুক্ত করা হবে।

 

আবেদন পদ্ধতি

 

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। আবেদনপত্রের বয়ান পাওয়া যাবে এই ওয়েবসাইটে - https://wbsportsandyouth.gov.in/ । 

আবেদনপত্র – Download PDF file

পূরণ করা আবেদনপত্র পাঠাতে হবে বেঙ্গল টেনিস অ্যাকাডেমির অফিসিয়াল ইমেল আইডি তে। মেল করবেন যে কোনও একটি আই ডি তে – ১) bengaltennis1@gmail.com  ২) btawb2022@gmail.com

আবেদন এর শেষ তারিখ ৩১ ডিসেম্বর, ২০২২।

 

আবেদন পত্র পূরণ করতে লাগবে এই সমস্ত তথ্য - 

নাম, মা - বাবার নাম, বাড়ির ঠিকানা,মা - বাবার মাসিক রোজগার, বিদ্যালয়ের নাম, শ্রেণী, স্কুলের সময়সীমা,  ছুটির দিন, মোবাইল নম্বর, কোন দিন ট্রেনিং নিতে ইচ্ছুক এবং টেনিস খেলা জানলে  সেই সংক্রান্ত তথ্য। 

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন ক্রীড়া দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট https://wbsportsandyouth.gov.in/

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ ।

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ