ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ বর্ডার সিকিউরিটি ফোর্সে কনস্টেবল (ট্রেডসম্যান) পোস্টে প্রায় ২৭৮৮ জনকে নিয়োগ করা হবে। পুরুষ ও মহিলা উভয়েই আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে অনলাইনে ১ মার্চ, ২০২২ এর মধ্যে বর্ডার সিকিউরিটি ফোর্সের অফিসিয়াল ওয়েবসাইটে

পুরুষদের ক্ষেত্রে মোট শূন্যপদের সংখ্যা - ২,৬৫১টি
মহিলাদের ক্ষেত্রে মোট শূন্যপদের সংখ্যা - ১৩৭টি

যোগ্যতা

মাধ্যমিক পাশ এবং সংশ্লিষ্ট ট্রেডে ২ বছরের অভিজ্ঞতা অথবা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট/ভোকেশনাল ইনস্টিটিউট থেকে এক বছরের সার্টিফিকেট কোর্স এবং সংশ্লিষ্ট ট্রেডে কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে অথবা সংশ্লিষ্ট ট্রেডে ২ বছরের ডিপ্লোমা থাকতে হবে।

এছাড়াও পুরুষদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে ১৬৭.৫ সেমি (পাহাড়ি অঞ্চলের পুরুষদের ক্ষেত্রে ১৬৫ সেমি) ও বুকের ছাতির মাপ হতে হবে ৭৮ সেমি থেকে ৮৩ সেমির মধ্যে।
তবে আদিবাসী - উপজাতি (নাগা - মিজো সহ) ও এসটি এর ক্ষেত্রে উচ্চতা হতে হবে ১৬২.৫ সেমি ও বুকের ছাতির মাপ হতে হবে ৭৬ সেমি থেকে ৮১ সেমির মধ্যে।
মহিলাদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে ১৫৭ সেমি (পাহাড়ি অঞ্চলের মহিলাদের ক্ষেত্রে ১৫৫ সেমি)।
তবে আদিবাসী - উপজাতি (নাগা - মিজো সহ) ও এসটি এর ক্ষেত্রে উচ্চতা হতে হবে ১৫০ সেমি । 
এছাড়াও চোখের দৃষ্টির মান উল্লেখিত নির্দিষ্ট মান অনুযায়ী হতে হবে।

বয়স

বয়স হতে হবে ১ আগস্ট, ২০২১ অনুযায়ী ১৮ বছর থেকে ২৩ বছরের মধ্যে।
তবে এসসি/এসটির ক্ষেত্রে ৫ বছর, ওবিসি এর ক্ষেত্রে ৩ বছর এবং অন্যান্য নির্দিষ্ট কিছু ক্যাটাগরির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

 

official notice

View Details

official application link Apply Here
 

 

নির্বাচন পদ্ধতি


শারীরিক সক্ষমতার পরীক্ষা - PST এবং PET, ডকুমেন্টেশন, ট্রেড টেস্ট, লিখিত পরীক্ষা এবং মেডিক্যাল পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে। প্রথম পর্যায়ের PST, PET, ডকুমেন্টেশন এবং ট্রেড টেস্টে পাশ করলেই দ্বিতীয় পর্যায়ের লিখিত পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে। লিখিত পরীক্ষায় যে যে বিষয় গুলি থাকবে সেগুলি হল - General Awareness/General Knowledge, Knowledge of Elementary Mathematics, Analytical Aptitude and ability to observe the distinguished patterns এবং basic knowledge of Hindi/English। মোট ১০০ নম্বরের পরীক্ষার সময় সীমা ২ ঘণ্টা। অবজেক্টিভ টাইপ প্রশ্ন হবে। কালো বা নীল কালির পেন ব্যবহার করে OMR শিটে উত্তর দিতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে মেডিক্যাল পরীক্ষা দিতে পারা যাবে।

আবেদন পদ্ধতি


আবেদন করতে হবে অনলাইনে BSF এর অফিসিয়াল ওয়েবসাইট https://rectt.bsf.gov.in  এ ১ মার্চ, ২০২২ এর মধ্যে। আবেদন পত্রের সাথে ডমিসিল সার্টিফিকেট (আসাম এবং পাকিস্তানি রিফিউজি যারা লাদাখ, জম্মু ও কাশ্মীরে আশ্রয় নিয়েছেন তারা বাদে) জমা করতে হবে।

আবেদন ফি ১০০/- টাকা। তবে এসসি/এসটি/মহিলা/এক্স- সার্ভিসম্যান এর ক্ষেত্রে আবেদন ফি জমা করতে লাগবে না। আবেদন ফি জমা করতে হবে অনলাইনে ডেবিট/ক্রেডিট/নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন BSF এর অফিসিয়াল ওয়েবসাইট https://rectt.bsf.gov.in

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ