ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg
স্কিল বেঙ্গল ডেস্কঃ কনস্টেবল এবং হেড কনস্টেবল নিয়োগ করবে বর্ডার সিকিউরিটি ফোর্স। ছেলে মেয়ে উভয়েই আবেদনের যোগ্য। আবেদন করা যাবে কেবলমাত্র অনলাইনে। আবেদনের শেষ তারিখ ৬ মার্চ, ২০২৩।
 
 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

 
 
১) হেড কনস্টেবল (ভেটেরিনারি): উচ্চমাধ্যমিক পাশ ছেলেমেয়েরা ভেটেরিনারি স্টক অ্যাসিস্ট্যান্ট এর ১ বছরের কোর্স এবং তারপর ১ বছর কাজের অভিজ্ঞতা থাকলে আবেদনের যোগ্য।
 
বেতনক্রম – ২৫,৫০০ থেকে ৮১,১০০ টাকা। 
 
২) কনস্টেবল (কেনেলম্যান): মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকলে আবেদনের যোগ্য।
 
বেতনক্রম – ২১,৭০০ থেকে ৬৯,১০০ টাকা। 
 
উচ্চতা হতে হবে ছেলেদের বেলায় ১৬৫ সেমি এবং মেয়েদের বেলায় ১৫০ সেমি। উচ্চতার সঙ্গে ওজোনের সামঞ্জস্যতা থাকা চাই। 
 
ছেলেদের ক্ষেত্রে বুকের ছাতির মাপ হতে হবে ৭৬ সেমি, বুকের ছাতি কমপক্ষে ৫ সেমি সম্প্রসারণশীল হওয়া চাই। 
 
বয়স হতে হবে ৬ মার্চ, ২০২৩ অনুযায়ী ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। 
 
 

আবেদন পদ্ধতি

 
 
আবেদন করতে হবে অনলাইনে ৬ মার্চ, ২০২৩ এর মধ্যে এই ওয়েবসাইটে - https://rectt.bsf.gov.in/ । আরও বিস্তারিত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট।
 
 
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ