ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : বর্ডার সিকিউরিটি ফোর্সে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে।

ছেলে মেয়ে উভয়েই আবেদন করতে পারবেন।

আবেদন করতে হবে অনলাইনে ১৫ এপ্রিল, ২০২৪ তারিখের মধ্যে।

 

 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

 

 

১) হেড কনস্টেবল (প্লাম্বার)

শূন্যপদ - ১টি

বেতনক্রম - ২৫,৫০০/- টাকা - ৮১,১০০/- টাকা

 

২) হেড কনস্টেবল (কারপেন্টার)

শূন্যপদ - ১টি

বেতনক্রম - ২৫,৫০০/- টাকা - ৮১,১০০/- টাকা

 

৩) কনস্টেবল (জেনারেটর অপারেটর)

শূন্যপদ - ১৩টি

বেতনক্রম - ২১,৭০০/- টাকা - ৬৯,১০০/- টাকা

 

৪) কনস্টেবল (জেনারেটর মেকানিক)

শূন্যপদ - ১৪টি

বেতনক্রম - ২১,৭০০/- টাকা - ৬৯,১০০/- টাকা

 

৫) কনস্টেবল (লাইনম্যান)

শূন্যপদ - ৯টি

বেতনক্রম - ২১,৭০০/- টাকা - ৬৯,১০০/- টাকা

যোগ্যতা - মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ট্রেডে আই টি আই সার্টিফিকেট অথবা ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি পুরুষদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে ১৬৫ সেমি এবং বুকের ছাতির মাপ ৭৬ সেমি - ৮১ সেমি এবং মহিলাদের ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে ১৫৭ সেমি।

বয়স - বয়স হতে হবে ১৫ এপ্রিল, ২০২৪ তারিখ অনুযায়ী ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে।

তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

 

 

নির্বাচন পদ্ধতি

 

 

প্রার্থীদের নির্বাচিত করা হবে দুটি ধাপের পরীক্ষার মাধ্যমে। প্রথম ধাপে লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের শর্ট সিলেক্টেড করা হবে। সেই সকল প্রার্থীদের দ্বিতীয় ধাপে ডকুমেন্টেশন, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, স্কিল টেস্ট এবং মেডিক্যাল এক্সামিনেশন নেওয়ার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

 

নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন BSF এর অফিসিয়াল ওয়েবসাইট rectt.bsf.gov.in

 

 

আবেদন পদ্ধতি 

 

 

আবেদন করতে হবে অনলাইনে BSF এর অফিসিয়াল ওয়েবসাইট https://rectt.bsf.gov.in এর মাধ্যমে ১৫ এপ্রিল, ২০২৪ তারিখের মধ্যে।

 

আবেদন মূল্য ১০০/- টাকা + সার্ভিস চার্জ। তবে এসসি/এসটি/প্রতিবন্ধী/মহিলার ক্ষেত্রে আবেদন মূল্য জমা দিতে হবে না।

টাকা জমা করতে হবে অনলাইনে ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড/নেট ব্যাঙ্কিং ইত্যাদির মাধ্যমে।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন BSF এর অফিসিয়াল ওয়েবসাইট https://rectt.bsf.gov.in

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ