BRO Recruitment: বর্ডার রোড অর্গানাইজেশন এ ৫৬৭ জন কর্মী নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্কঃ বর্ডার রোড অর্গানাইজেশন এ বিভিন্ন পদে মোট ৫৬৭ জন কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - 04/2022।
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ১৩ ফেব্রুয়ারি, ২০২৩ এর মধ্যে।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
১) রেডিও মেকানিক
শূন্যপদ - ২টি
যোগ্যতা - মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ট্রেডে সার্টিফিকেট বা কোর্স পাশ করে থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে।
বেতনক্রম - ২৫,৫০০/- টাকা - ৮১,১০০/- টাকা
২) অপারেটর কমিউনিকেশন
শূন্যপদ - ১৫৪টি
যোগ্যতা - মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ট্রেডে সার্টিফিকেট বা কোর্স পাশ করে থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে।
বেতনক্রম - ১৯,৯০০/- টাকা - ৬৩,২০০/- টাকা
৩) ড্রাইভার মেকানিকাল ট্রান্সপোর্ট
শূন্যপদ - ২৩৫টি
শূন্যপদ - মাধ্যমিক পাশ সহ ভারী যানবাহন চালানোর ড্রাইভিং লাইসেন্স অথবা কোর্স পাশ করে থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে।
বেতনক্রম - ১৯,৯০০/- টাকা - ৬৩,২০০/- টাকা
৪) ভেহিকল মেকানিক
শূন্যপদ - ২৩৬টি
যোগ্যতা - মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ট্রেডে সার্টিফিকেট বা কোর্স পাশ করে থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে।
বেতনক্রম - ১৯,৯০০/- টাকা - ৬৩,২০০/- টাকা
৫) MSW ড্রিলার
শূন্যপদ - ১১টি
যোগ্যতা - মাধ্যমিক পাশ সহ শারীরিকভাবে সক্ষম এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে দক্ষতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে।
বেতনক্রম - ১৮,০০০/- টাকা - ৫৬,৯০০/- টাকা
৬) MSW ম্যাসন
শূন্যপদ - ১৪৯টি
যোগ্যতা - মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ট্রেডে সার্টিফিকেট বা কোর্স পাশ করে থাকতে হবে। পাশাপাশি শারীরিকভাবে সক্ষম এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে দক্ষতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে।
বেতনক্রম - ১৮,০০০/- টাকা - ৫৬,৯০০/- টাকা
৭) MSW পেইন্টার
শূন্যপদ - ৫টি
যোগ্যতা - মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ট্রেডে সার্টিফিকেট বা কোর্স পাশ করে থাকতে হবে। পাশাপাশি শারীরিকভাবে সক্ষম এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে দক্ষতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে।
বেতনক্রম - ১৮,০০০/- টাকা - ৫৬,৯০০/- টাকা
৮) MSW মেস ওয়েটার
শূন্যপদ - ১টি
যোগ্যতা - মাধ্যমিক পাশ সহ শারীরিকভাবে সক্ষম এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে দক্ষতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে।
বেতনক্রম - ১৮,০০০/- টাকা - ৫৬,৯০০/- টাকা
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now
তবে প্রতিটি পোস্টের ক্ষেত্রেই সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
প্রবেশন পিরিয়ড - ২ বছর
কেবলমাত্র পুরুষেরা আবেদন করতে পারবেন।
নির্বাচন পদ্ধতি
লিখিত পরীক্ষা, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, প্র্যাক্টিক্যাল/ট্রেড টেস্ট এবং মেডিক্যাল এক্সামিনেশন এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
নির্বাচন পদ্ধতি সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন BRO এর অফিসিয়াল ওয়েবসাইট www.bro.gov.in।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ১৩ ফেব্রুয়ারি, ২০২৩ এর মধ্যে।
আবেদন পত্র ডাউনলোড করতে হবে BRO এর অফিসিয়াল ওয়েবসাইট www.bro.gov.in থেকে। তারপর তা পূরণ করে প্রয়োজনীয় তথ্যাদির সেলফ অ্যাটেস্টেড কপি সহ খামে পুরে ডাকের মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানায় - ' Commandant BRO School & Centre, Dighi Camp, Pune - 411015 '।
খামের উপর লিখতে হবে - " APPLICATION FOR THE POST OF _______CATEGORY_______,WEIGHTAGE PERCENTAGE IN ESSENTIAL QUALIFICATION "।
আবেদন মূল্য ৫০/- টাকা। তবে এসসি/এসটি/প্রতিবন্ধীর ক্ষেত্রে আবেদন মূল্য জমা দিতে হবে না। টাকা জমা করতে হবে অনলাইনের মাধ্যমের দ্বারা।
একাধিক পোস্টের জন্য আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীকে পৃথক পৃথক ভাবে আবেদন করতে হবে।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন BRO এর অফিসিয়াল ওয়েবসাইট www.bro.gov.in।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ ।