Bose Institute Recruitment: কলকাতার বোস ইনস্টিটিউটে নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্কঃ কলকাতার বোস ইনস্টিটিউটে শিক্ষক নিয়োগ করা হবে।
বিজ্ঞপ্তি নম্বর - BI/ACA/10/2022-23।
আবেদন করতে হবে অনলাইনে ১৬ জানুয়ারি, ২০২৩ এর মধ্যে।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
১) প্রফেসর
শূন্যপদ - ৩টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে ডক্টরেট ডিগ্রী সহ রিসার্চে ১০ বছরের অভিজ্ঞতা ও উচ্চ মানের লেখা পাবলিশড হয়ে থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে।
পে - লেভেল - 7th CPC লেভেল 13A
২) অ্যাসোসিয়েট প্রফেসর
শূন্যপদ - ৬টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে ডক্টরেট ডিগ্রী সহ রিসার্চে ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।
পে - লেভেল - 7th CPC লেভেল 13
৩) অ্যাসিস্ট্যান্ট প্রফেসর
শূন্যপদ - ৩টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে ডক্টরেট ডিগ্রী এবং লেকচারার হিসেবে কমপক্ষে ৩ বছর সহ মোট ৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩৮ বছরের মধ্যে।
পে - লেভেল - 7th CPC লেভেল 12
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now
তবে প্রতিটি পোস্টের ক্ষেত্রেই সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
প্রতিটি পোস্টের ক্ষেত্রেই প্রবেশন পিরিয়ড - ১ বছর
নির্বাচন পদ্ধতি
আবেদন পত্রে দেওয়া তথ্য ও ইন্টারভিউ এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
আবেদনকারীর সংখ্যার উপর ভিত্তি করে নির্বাচন পদ্ধতি পরিবর্তিত হতে পারে। স্ক্রিনিং টেস্ট এর মাধ্যমে প্রার্থীদের শর্ট সিলেক্টেড করা হতে পারে। সেই সকল প্রার্থীদের লিখিত পরীক্ষা/স্কিল টেস্ট/ ইন্টারভিউ এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইট www.jcbose.ac.in এর মাধ্যমে ১৬ জানুয়ারি, ২০২৩ এর মধ্যে।
পাশাপাশি আবেদন পত্রের এক কপি প্রিন্ট বের করে প্রয়োজনীয় তথ্যাদির সেলফ অ্যাটেস্টেড কপি সহ খামে পুরে ডাকের মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানায় - ' The Director, Bose Institute, Unified Academic Campus, Block - EN 80, Sector - V, Saltlake, Kolkata - 700091 '।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইট www.jcbose.ac.in।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ ।