ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ বোর্ড অফ অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং এ বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - BOAT(NR)/2022/1।

মাধ্যমিক পাশ যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবেন।

আবেদন করতে হবে অনলাইনে ৬ ফেব্রুয়ারি, ২০২৩ এর মধ্যে।

 

 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

 

 

১) অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর

শূন্যপদ - ১টি

যোগ্যতা - ইঞ্জিনিয়ারিং/টেকনোলজি বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর নম্বর সহ ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ৬ ফেব্রুয়ারি, ২০২৩ অনুযায়ী ৪৫ বছরের মধ্যে।

বেতনক্রম - ৫৬,১০০/- টাকা - ১,৭৭,৫০০/- টাকা

 

২) জুনিয়র স্টেনোগ্রাফার

শূন্যপদ - ২টি

যোগ্যতা - মাধ্যমিক পাশ এবং কম্পিউটারে শর্টহ্যান্ড এ প্রতি মিনিটে ১০০টি ইংরেজি শব্দ এবং প্রতি মিনিটে ৪০টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ৬ ফেব্রুয়ারি, ২০২৩ অনুযায়ী ৩০ বছরের মধ্যে।

বেতনক্রম - ২৫,৫০০/- টাকা - ৮১,১০০/- টাকা

 

৩) আপার ডিভিশন ক্লার্ক

শূন্যপদ - ১টি

যোগ্যতা - গ্র্যাজুয়েট পাশ ছেলেমেয়েদের ইংরেজি ও হিন্দি ভাষাতে দক্ষতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ৬ ফেব্রুয়ারি, ২০২৩ অনুযায়ী ৩২ বছরের মধ্যে।

বেতনক্রম - ২৫,৫০০/- টাকা - ৮১,১০০/- টাকা

 

৪) লোয়ার ডিভিশন ক্লার্ক

শূন্যপদ - ২টি

যোগ্যতা - মাধ্যমিক পাশ এবং প্রতি মিনিটে ৩০টি ইংরেজি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ৬ ফেব্রুয়ারি, ২০২৩ অনুযায়ী ৩০ বছরের মধ্যে।

বেতনক্রম - ১৯,৯০০/- টাকা - ৬৩,২০০/- টাকা

তবে প্রতিটি পোস্টের ক্ষেত্রেই সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

 

 

নির্বাচন পদ্ধতি 

 

 

অবজেক্টিভ টেস্ট, স্কিল টেস্ট এবং ইন্টারভিউ এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে। অবজেক্টিভ টেস্ট এর প্রাপ্ত নম্বর অনুযায়ী প্রার্থীদের শর্ট সিলেক্টেড করা হবে। সেই সকল প্রার্থীরা স্কিল টেস্ট এবং ইন্টারভিউ দিতে পারবেন।

কানপুর অঞ্চলে নিয়োগ করা হবে।

 

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now

 

 

আবেদন পদ্ধতি

 

 

আবেদন করতে হবে অনলাইনে BOAT এর অফিসিয়াল ওয়েবসাইট boatnr.org/recruitment এর মাধ্যমে ৬ ফেব্রুয়ারি, ২০২৩ এর মধ্যে।

পাশাপাশি প্রিন্ট কপি বের করে প্রয়োজনীয় তথ্যাদির সেলফ অ্যাটেস্টেড কপি সহ খামে পুরে ডাকের মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানায় - ' The Director, Board of Apprenticeship Training (Northern Region), 16/1-A, Lakhanpur, Kanpur - 208024 (U.P) '

খামের উপর কোন পোস্টের জন্য আবেদন করা হয়েছে সেটি অবশ্যই উল্লেখ করতে হবে। ডাকের মাধ্যমে ১৬ ফেব্রুয়ারি, ২০২৩ এর মধ্যে পাঠাতে হবে।

প্রসেসিং ফি সহ আবেদন মূল্য ৫০০/- টাকা। কেবল অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পোস্টের ক্ষেত্রে আবেদন মূল্য ১০০০/- টাকা। 

তবে এসসি/এসটি/প্রতিবন্ধীর ক্ষেত্রে কেবল প্রসেসিং ফি বাবদ ৩০০/- টাকা জমা করতে হবে।

টাকা জমা করতে হবে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে এই ঠিকানায় - ' in favour of "DIRECTOR BOARD OF APPRENTICESHIP TRG. (N.R.) KANPUR" payable at Kanpur '।

একাধিক পোস্টে আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীকে পৃথক পৃথক ভাবে আবেদন করতে হবে।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন BOAT এর অফিসিয়াল ওয়েবসাইট www.boatnr.org

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ