ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) এ এক্সিকিউটিভ পদে কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - 04 (ME)/2023/HRD ।

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ২১ জুলাই, ২০২৩ এর মধ্যে।

 

উল্লেখিত পোস্টে কারা কোন যোগ্যতায় আবেদন করতে পারবেন তা নীচে দিয়ে দেওয়া হল - 

 

পোস্টের নাম - ম্যানেজমেন্ট এক্সিকিউটিভ

শূন্যপদ - ২টি

যোগ্যতা - এমবিএ সহ ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে।

পারিশ্রমিক - ১.৫ লক্ষ টাকা

 

আরও পড়ুনঃ Railway Recruitment- ভারতীয় রেল এ নিয়োগ

SCMD ও TNMD এই দুটি ক্যাটাগরিতে এক্সিকিউটিভ নিয়োগ করা হবে।

 

 

নির্বাচন পদ্ধতি

 

 

আবেদন পত্রে দেওয়া তথ্যের ভিত্তিতে ও স্ক্রিনিং টেস্ট এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

 

২ বছরের চুক্তির মেয়াদে অস্থায়ী হিসেবে এই নিয়োগ করা হবে। তবে প্রয়োজন অনুসারে ও কাজের মানের উপর ভিত্তি করে পরবর্তীকালে আরো ১ বছর মেয়াদ বৃদ্ধি পেতে পারে।

 

 

আবেদন পদ্ধতি

 

 

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ২১ জুলাই, ২০২৩ এর মধ্যে। আবেদন পত্র ডাউনলোড করতে হবে BIS এর অফিসিয়াল ওয়েবসাইট www.bis.gov.in থেকে। তারপর তা পূরণ করে প্রয়োজনীয় তথ্যাদি সহ ইমেল করতে হবে এই ইমেল আইডিতে me.hrd@bis.gov.in

 

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now

 

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন BIS এর অফিসিয়াল ওয়েবসাইট https://www.bis.gov.in

 

প্রতিনিয়ত  সরকারি চাকরির খবরের আপডেট সবার আগে পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ