ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : মোট ৯৪৯ জন অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করবে কো - অপারেটিভ ।

পশ্চিমবঙ্গে অবস্থিত ভারতীয় কো - অপারেটিভ জেনারেল ইন্স্যুরেন্স এর অফিসে নির্বাচিত দের নিয়োগ করা হবে।

মাধ্যমিক পাশ যোগ্যতার ছেলেমেয়েরা আবেদনের যোগ্য।

আবেদন করতে হবে অনলাইনে ১৫ জুলাই, ২০২৩ এর মধ্যে।

 

 

উল্লেখিত পোস্টে কারা কোন যোগ্যতায় আবেদন করতে পারবেন তা নীচে দিয়ে দেওয়া হল - 

পোস্টের নাম - ফসল বীমা অ্যাসিস্ট্যান্ট

শূন্যপদ - ৯৪৯টি

যোগ্যতা - মাধ্যমিক পাশ সহ বাংলা ভাষাতে দক্ষতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ১৫ জুলাই, ২০২৩ অনুযায়ী ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে।

তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

বেতন - ২১,০০০/- টাকা + HRA + DA + TA

 

নির্বাচন পদ্ধতি 

 

আবেদন পত্রে দেওয়া তথ্যের ভিত্তিতে প্রার্থীদের শর্ট সিলেক্টেড করা হবে। সেই সকল প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য নির্বাচিত করা হবে।

নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন ভারতীয় ইন্সুরেন্স লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইট www.bharatinsurance.org

 

আবেদন পদ্ধতি 

 

আবেদন করতে হবে অনলাইনে ভারতীয় ইন্সুরেন্স লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইট www.bharatinsurance.org এর মাধ্যমে ১৫ জুলাই, ২০২৩ এর মধ্যে।

আবেদন মূল্য ২৫০/- টাকা। টাকা জমা করতে হবে UPI এর মাধ্যমে।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন ভারতীয় ইন্সুরেন্স লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইট www.bharatinsurance.org

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ