ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রতে অফিসার পদে মোট ৪০০ জন কর্মীকে নিয়োগ করা হবে।

আবেদন করতে হবে অনলাইনে ২৫ জুলাই, ২০২৩ এর মধ্যে।

 

 

উল্লেখিত পোস্টে কারা কোন যোগ্যতায় আবেদন করতে পারবেন তা নীচে বিস্তারিত দিয়ে দেওয়া হল - 

 

১) পোস্টের নাম - অফিসার (স্কেল II) 

শূন্যপদ - ৩০০টি 

যোগ্যতা - কমপক্ষে ৬০% নম্বর সহ গ্র্যাজুয়েট পাশ বা CA/CMA/CFA ডিগ্রী সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ৩১ মার্চ, ২০২৩ অনুযায়ী ২৫ বছর থেকে ৩৫ বছরের মধ্যে।

বেতনক্রম - ৪৮,১৭০/- টাকা - ৬৯,৮১০/- টাকা

 

 

২) পোস্টের নাম - অফিসার (স্কেল lll)

 শূন্যপদ - ১০০টি 

যোগ্যতা - কমপক্ষে ৬০% নম্বর সহ গ্র্যাজুয়েট পাশ বা CA/CMA/CFA ডিগ্রী সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ৩১ মার্চ, ২০২৩ অনুযায়ী ২৫ বছর থেকে ৩৮ বছরের মধ্যে।

বেতনক্রম - ৬৩,৮৪০/- টাকা - ৭৮,২৩০/- টাকা

 

আরও পড়ুনঃ উল্লেখযোগ্য বেসরকারি চাকরির খবর একনজরে

 

তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

 

প্রবেশন পিরিয়ড - ৬ মাস

 

 

নির্বাচন পদ্ধতি

 

 

অনলাইনে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কলকাতাতে পরীক্ষাকেন্দ্রের ব্যবস্থা আছে।

নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট www.bankofmaharashtra.in

 

 

আবেদন পদ্ধতি

 

 

আবেদন করতে হবে অনলাইনে ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট www.bankofmaharashtra.in এর মাধ্যমে ২৫ জুলাই, ২০২৩ এর মধ্যে।

 

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now

 

ইন্টিমেশান চার্জ সহ আবেদন মূল্য ১০০০/- টাকা + GST। তবে এসসি/এসটি/প্রতিবন্ধীর ক্ষেত্রে ইন্টিমেশান চার্জ সহ আবেদন মূল্য ১০০/- টাকা + GST।

টাকা জমা করতে হবে অনলাইনে।

একাধিক পোস্টের জন্য আবেদন করতে পারবেন না।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট www.bankofmaharashtra.in

 

প্রতিনিয়ত  সরকারি চাকরির খবরের আপডেট সবার আগে পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ