ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে মোট ১০০০ জন কর্মী নিয়োগ করা হবে।

ছেলে মেয়ে উভয়েই আবেদনের যোগ্য।

আবেদন করতে হবে অনলাইনে ১৫ জুলাই, ২০২৩ এর মধ্যে।

 

উল্লেখিত পোস্টে কারা কোন যোগ্যতায় আবেদন করতে পারবেন তা নীচে দিয়ে দেওয়া হল :-

পোস্টের নাম - ম্যানেজার

শূন্যপদ - ১০০০টি

 

আরও পড়ুনঃ রেলওয়ে কলেজে শিক্ষক নিয়োগ

যোগ্যতা - গ্র্যাজুয়েট পাশ ও CAIIB সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা অথবা ক্লার্ক হিসেবে কমপক্ষে ৬ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ৩১ মে, ২০২৩ অনুযায়ী ৩২ বছরের মধ্যে।

তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

বেতনক্রম - ৪৮,১৭০/- টাকা - ৬৯,৮১০/- টাকা

প্রবেশন পিরিয়ড - ১ বছর

 

নির্বাচন পদ্ধতি

 

লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

লিখিত পরীক্ষা নেওয়ার সম্ভাব্য সময় সীমা আগস্ট এর দ্বিতীয়/তৃতীয় সপ্তাহ, ২০২৩।

নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট www.centralbankofindia.co.in

 

 

আবেদন পদ্ধতি

 

 

আবেদন করতে হবে অনলাইনে ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট www.centralbankofindia.co.in এর মাধ্যমে ১৫ জুলাই, ২০২৩ এর মধ্যে।

ইন্টিমেশান চার্জ সহ আবেদন মূল্য ৮৫০/- টাকা। তবে এসসি/এসটি/প্রতিবন্ধী/মহিলা এর ক্ষেত্রে কেবল ইন্টিমেশান চার্জ বাবদ ১৭৫/- টাকা জমা করতে হবে।

টাকা জমা করতে হবে অনলাইনে ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড/নেট ব্যাঙ্কিং/IMPS ইত্যাদির মাধ্যমে।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট www.centralbankofindia.co.in

 

প্রতিনিয়ত  সরকারি চাকরির খবরের আপডেট সবার আগে পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ