ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : ইন্ডিয়ান ব্যাঙ্ক সেল্ফ এমপ্লয়মেন্ট ট্রেনিং ইনস্টিটিউটে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে।

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ২১ জুলাই, ২০২৩ এর মধ্যে।

 

 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

 

 

১) অ্যাটেন্ডার

যোগ্যতা - মাধ্যমিক পাশ সহ আঞ্চলিক ভাষাতে লেখা ও পড়ার দক্ষতা থাকতে হবে।

 

২) ফ্যাকাল্টি

যোগ্যতা - রুরাল ডেভেলপমেন্ট/সোসিওলজি/সাইকোলজিতে গ্র্যাজুয়েট/পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী বা ভেটেরিনারি/হর্টিকালচার/এগ্রিকালচার/এগ্রি মার্কেটিং এ গ্র্যাজুয়েট ডিগ্রী থাকতে হবে। পাশাপাশি বি.এড ডিগ্রী সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা ও আঞ্চলিক ভাষাতে ভালো কমিউনিকেশন স্কিলস থাকতে হবে। এর সাথে কম্পিউটার ও টাইপিং এ দক্ষ হতে হবে।

 

৩) অফিস অ্যাসিস্ট্যান্ট

যোগ্যতা - বি এস ডব্লিউ/বি.এ /বি.কম সহ কম্পিউটারে জ্ঞান থাকতে হবে। পাশাপাশি কম্পিউটারে দক্ষতা এবং আঞ্চলিক ভাষাতে কথা বলা, লেখা ও পড়ার দক্ষতা থাকতে হবে।

 

নির্বাচন পদ্ধতি

 

লিখিত পরীক্ষা, কম্পিউটার ক্যাপাবিলিটি ও পার্সোনাল ইন্টারভিউ এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

 

তিন বছরের চুক্তির মেয়াদে অস্থায়ী হিসেবে এই নিয়োগ করা হবে। তবে পরবর্তীকালে প্রয়োজন অনুসারে ও কাজের মানের উপর ভিত্তি করে মেয়াদ বৃদ্ধি পেতে পারে।

তামিলনাড়ুর ধর্মপুরী ও কৃষ্ণাগিরি তে নিয়োগ করা হবে।

 

 

আবেদন পদ্ধতি 

 

 

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ২১ জুলাই, ২০২৩ এর মধ্যে।

আবেদন পত্র ডাউনলোড করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট https://www.indianbank.in/career থেকে।

 

আবেদন পত্রের অফিসিয়াল বয়ানঃ Download Now

 

আবেদন পত্র পূরণ করে প্রয়োজনীয় তথ্যাদির সেলফ অ্যাটেস্টেড কপি সহ খামে ভরে ডাকের মাধ্যমে জমা করতে হবে এই ঠিকানায় - ' The Director, Indian Bank Self Employment Training Institute, Khadi Building, Collectorate Complex, Dharmapuri - 636705, Tamilnadu ' 

অথবা এই ঠিকানায় - ' The Director, Indian Bank Self Employment Training Institute, TRYSEM Building, KRP Dam, Krishnagiri - 635101, Tamilnadu '।

 

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now

 

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন - https://www.indianbank.in

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ