বি.এড কোর্সে ভর্তি নিচ্ছে নেতাজী সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়
স্কিল বেঙ্গল ডেস্ক : নেতাজী সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে ২০২২ - ২০২৪ শিক্ষাবর্ষে বি.এড স্পেশাল এডুকেশন কোর্সে ভর্তি নেওয়া হবে। বিজ্ঞপ্তি নম্বর - Reg/1270।
আবেদন করতে হবে অনলাইনে বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন পোর্টাল এর মাধ্যমে ২৫ জুন, ২০২২ এর মধ্যে।
কোর্স অনুযায়ী বিস্তারিত তথ্য
কোর্সের মেয়াদ - ২ বছর ৬ মাস
আসন সংখ্যা - ৫০০টি
আরও পড়ুন - চা চাইছে টিয়া ! নিজের কানেই শুনুন
যোগ্যতা - কমপক্ষে ৫০% নম্বর সহ ব্যাচেলর ডিগ্রী অথবা সায়েন্স/সোশ্যাল সায়েন্স/হিউম্যানিটিস বিষয়ে মাস্টার্স ডিগ্রী বা বিজ্ঞান ও গণিত বিষয়ে কমপক্ষে ৫৫% নম্বর সহ ইঞ্জিনিয়ারিং/টেকনোলজিতে চার বছরের ব্যাচেলর অথবা সেকেন্ড ডিগ্রী ব্যাচেলর প্রোগ্রামিং থাকতে হবে।
আরও পড়ুন - দাবার বিশ্ব চ্যাম্পিয়ন কে হারালেন বিশ্বনাথন আনন্দ
সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে নম্বরের ছাড় আছে।
নির্বাচন পদ্ধতি
শিক্ষাগত যোগ্যতার নম্বরের উপর ভিত্তি করে নির্বাচিত ছাত্রছাত্রীদের মেধা তালিকা প্রকাশিত করা হবে।
মেধা তালিকা প্রকাশিত করা হবে ৫ জুলাই, ২০২২।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন পোর্টাল www.wbnsou.ac.in এর মাধ্যমে ২৫ জুন, ২০২২ এর মধ্যে।
আরও পড়ুন - পরকীয়া সম্পর্ক অনুসন্ধান করে বৈচিত্র্যের
প্রসেসিং মূল্য ৫০০/- টাকা।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট www.wbnsou.ac.in বা যোগাযোগ করুন এই নম্বরে 9830056528 / 8697176686।