ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ রামহরিপুর রামকৃষ্ণ মিশন হাই স্কুলে বিভিন্ন বিষয়ে অ্যাসিস্ট্যান্ট শিক্ষক নিয়োগ করা হবে। (Assitant teacher recruitment at Ramharipur Ramakrishna Mission High School)

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Read More

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ৪ আগস্ট, ২০২২ এর মধ্যে।

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য 

 

যে যে বিষয়ে অ্যাসিস্ট্যান্ট শিক্ষক নিয়োগ করা হবে সেগুলি হল - 

১) জীবন বিজ্ঞান

যোগ্যতা - বি.এড সহ বায়ো - সায়েন্স এ বি.এসসি ডিগ্রী থাকতে হবে।

 

আরও পড়ুনঃ Viral News: পাঁচতলা থেকে নীচে পরার আগেই শিশুকে লুফে নিলেন এক ব্যক্তি

২) ভৌত বিজ্ঞান

যোগ্যতা - বি.এড সহ পিওর সায়েন্স এ বি.এসসি ডিগ্রী থাকতে হবে।

৩) ইতিহাস

যোগ্যতা - বি.এড সহ ডিগ্রী লেভেলে ইতিহাস বিষয়ে কমপক্ষে ৩০০ নম্বর নিয়ে গ্র্যাজুয়েট পাশ হতে হবে।

৪) বাংলা 

যোগ্যতা - বি.এড সহ ডিগ্রী লেভেলে বাংলা বিষয়ে কমপক্ষে ৩০০ নম্বর নিয়ে গ্র্যাজুয়েট পাশ হতে হবে।

 

নির্বাচন পদ্ধতি

লিখিত পরীক্ষা, শিক্ষাগত যোগ্যতা, ভাইভা এবং ক্লাস ডেমোস্ট্রেশন এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

প্রতিটি বিষয়ে বাংলা মাধ্যমে পড়ানো হবে।

বাঁকুড়া জেলাতে এই নিয়োগ করা হবে।

কেবলমাত্র পুরুষেরা আবেদন করতে পারবেন।

আবেদন পদ্ধতি

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ৪ আগস্ট, ২০২২ এর মধ্যে।

 

আরও পড়ুনঃ Agnipath: ভারতীয় সেনার বিভিন্ন বিভাগে অগ্নিবীর নিয়োগ

প্রথমে বিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট www.rkmissionramharipur.in থেকে আবেদন পত্র ডাউনলোড করতে হবে ৪ আগস্ট, ২০২২ তারিখের মধ্যে।

তারপর তা পূরণ করে বিদ্যালয়ের ঠিকানাতে গিয়ে জমা করতে হবে ৫ আগস্ট, ২০২২  তারিখের মধ্যে।

আবেদন পত্র জমা করার সময় সকাল ১০:৩০টা থেকে দুপুর ৩:০০টে পর্যন্ত।

ঠিকানা - Ramharipur Ramkrishna Mission High School
Dist. - Bankura, Post Office - Ramharipur
West Bengal - 722203

 

আরও পড়ুনঃ পর্যটন মানচিত্রে জায়গা পাচ্ছে মালদা’র হিজল বন

 

মাথায় রাখতে হবে, ডাক/ইমেল/কুরিয়ারের মাধ্যমে আবেদন পত্র জমা করতে পারবেন না।

আবেদন মূল্য ৫০০/- টাকা। তবে এসসি/এসটি/ওবিসি এর ক্ষেত্রে আবেদন মূল্য ৪০০/- টাকা এবং প্রতিবন্ধীর ক্ষেত্রে আবেদন মূল্য কেবল ৩০০/- টাকা।

আবেদন মূল্য বিদ্যালয়ে গিয়ে জমা করতে হবে।

একাধিক পোস্টে আবেদন করতে পারবেন না।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন বিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট www.rkmissionramharipur.in

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ