Assam Rifles Recruitment: আসাম রাইফেলস এ কর্মী নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্কঃ আসাম রাইফেলস এ কর্মী নিয়োগ করা হবে।
মাধ্যমিক পাশ যোগ্যতার ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন।
আবেদন করতে হবে অনলাইনে ৩০ জুলাই, ২০২৩ এর মধ্যে।
উল্লেখিত পোস্টে কারা কোন যোগ্যতায় আবেদন করতে পারবেন তা নীচে দিয়ে দেওয়া হল –
পোস্টের নাম – রাইফেলম্যান / রাইফেলওম্যান ( জেনারেল ডিউটি )
শুন্যপদ – ৮১ টি
যোগ্যতা – মাধ্যমিক পাশ হতে হবে।
বয়স – বয়স হতে হবে ১ অগাস্ট, ২০২৩ অনুযায়ী ১৮ বছর থেকে ২৩ বছরের মধ্যে ।
তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটেগরিগুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
বেতনক্রম – পে – লেভেল ৭
তবে মনে রাখতে হবে,স্পোর্টস কোটায় এই নিয়োগ করা হবে। তাই উল্লেখিত স্পোর্টসে আন্তর্জাতিক / জাতীয় / আন্ত-বিশ্ববিদ্যালয় বা সমতুল্য স্তরের প্রতিযোগিতা বা টুর্নামেন্টে সার্টিফিকেট বা পুরস্কার প্রাপ্ত হওয়া আবশ্যিক। এই যোগ্যতা থাকলে তবেই আবেদন করতে পারবেন।
এই কোটায় যে যে স্পোর্টস বা খেলাধুলা আছে সেগুলি হল –
১) ফুটবল ২) অ্যাথলেটিকস ৩) রাওইং ৪) পেঙ্কাক সিলাট ৫) ক্রস কান্ট্রি ৬) আরচারি ৭) বক্সিং ৮) সেপাক্তাক্রাও ৯) ব্যাডমিনটন
নির্বাচন পদ্ধতি
আবেদন পত্রে দেওয়া তথ্যের ডকুমেন্ট ভেরিফিকেশন, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ফিল্ড ট্রায়াল এবং মেডিকেল এক্সামিনেশনের মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন আসাম রাইফেলস এর অফিসিয়াল ওয়েবসাইট www.assamrifles.gov.in।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে আসাম রাইফেলস এর অফিসিয়াল ওয়েবসাইট assamrifles.gov.in/onlineapp/ এর মাধ্যমে ৩০ জুলাই, ২০২৩ এর মধ্যে।
আবেদন মুল্য ১০০/- টাকা। তবে এসসি / এসটি / মহিলার ক্ষেত্রে আবেদন মুল্য জমা দিতে হবে না।
টাকা জমা করতে হবে অনলাইনে SBI এর কারেন্ট অ্যাকাউন্ট এর মাধ্যমে।
ঠিকানা – ‘ SBI Current Account No. 37088046712 in favour of Recruitment Branch, HQ DGAR, Shillong – 793010 payable at SBI HQ DGAR Laitkor Branch, IFSC Code – SBIN0013883 ‘।
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now
আরও বিস্তারিত তথ্য জানতে দেখুন আসাম রাইফেলস এর অফিসিয়াল ওয়েবসাইট www.assamrifles.gov.in।
প্রতিনিয়ত সরকারি চাকরির খবরের আপডেট সবার আগে পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল।