স্কুলে শিক্ষক নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্কঃ আসাম রাইফেলস পাবলিক স্কুলে ২০২৩ - ২৪ শিক্ষাবর্ষে শিক্ষক নিয়োগ করা হবে।
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ২৬ ফেব্রুয়ারি, ২০২৩ এর মধ্যে।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
১) প্রিন্সিপাল
শূন্যপদ - ১টি
যোগ্যতা - বি.এড সহ মাস্টার্স ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
২) ইংরেজি শিক্ষক
শূন্যপদ - ২টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে ব্যাচেলর ডিগ্রী/মাস্টার্স ডিগ্রী থাকতে হবে।
৩) গণিত শিক্ষক
শূন্যপদ - ২টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে বি.এসসি/এম.এসসি/বি.কম ডিগ্রী থাকতে হবে।
৪) বিজ্ঞান শিক্ষক
শূন্যপদ - ২টি
যোগ্যতা - বি.এসসি/এম.এসসি ডিগ্রী থাকতে হবে।
৫) সংস্কৃত শিক্ষক
শূন্যপদ - ১টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে ব্যাচেলর ডিগ্রী/মাস্টার্স ডিগ্রী থাকতে হবে।
৬) সোশ্যাল স্টাডিজ শিক্ষক
শূন্যপদ - ২টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে ব্যাচেলর ডিগ্রী/মাস্টার্স ডিগ্রী থাকতে হবে।
৭) হিন্দি শিক্ষক
শূন্যপদ - ২টি
যোগ্যতা - যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে ব্যাচেলর ডিগ্রী/মাস্টার্স ডিগ্রী থাকতে হবে।
৮) কম্পিউটার শিক্ষক
শূন্যপদ - ১টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে ব্যাচেলর ডিগ্রী/মাস্টার্স ডিগ্রী থাকতে হবে।
৯) নার্সারি LKG ও UKG শিক্ষক
শূন্যপদ - ৩টি
যোগ্যতা - সংশ্লিষ্ট ক্ষেত্রে বি.এ ডিগ্রী থাকতে হবে।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে স্পিড পোস্ট/ ডাকের মাধ্যমে অথবা ইমেলের মাধ্যমে ২৬ ফেব্রুয়ারি, ২০২৩ এর মধ্যে।
আবেদন পত্র ও প্রয়োজনীয় তথ্যাদি সহ খামে পুরে ডাকের মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানায় - Assam Rifles Public School (High), Jalukie, 25 Assam Rifles, Pin - 932025, c/o 99 APO
বা ইমেল করতে হবে এই ইমেল আইডিতে - principalarms18@gmail.com।
যোগাযোগ - 03839 - 220046/9424814385
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন আসাম রাইফেলস এর অফিসিয়াল ওয়েবসাইট www.assamrifles.gov.in।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ ।