ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট এ বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে।

ছেলে মেয়ে উভয়েই আবেদনের যোগ্য।

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ৯ আগস্ট, ২০২৪ তারিখের মধ্যে।



পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য



১) অ্যানিমেটর

শূন্যপদ - ১টি

যোগ্যতা - ফাইন আর্টসে ডিগ্রী সহ সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেট বা ডিপ্লোমা এবং কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ৩২ বছরের মধ্যে।

বেতনক্রম - ৪৪,৯০০/- টাকা - ১,৪২,৪০০/- টাকা


২) আপার ডিভিশন ক্লার্ক

শূন্যপদ - ২টি

যোগ্যতা - উচ্চমাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা এবং কম্পিউটারে জ্ঞান সহ প্রতি মিনিটে ৩৫টি ইংরেজি ও ৩০টি হিন্দি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে।

বেতনক্রম - ২৫,৫০০/- টাকা - ৮১,১০০/- টাকা


৩) ক্যামেরা অ্যাসিস্ট্যান্ট

শূন্যপদ - ১টি

যোগ্যতা - মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে।

বেতনক্রম - ২৫,৫০০/- টাকা - ৮১,১০০/- টাকা


৪) প্রজেকশন অ্যাসিস্ট্যান্ট 

শূন্যপদ - ১টি

যোগ্যতা - মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে সার্টিফিকেট/লাইসেন্স এবং কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে।

বেতনক্রম - ১৯,৯০০/- টাকা - ৬৩,২০০/- টাকা


আরও পড়ুনঃ এক নজরে সপ্তাহের সরকারি চাকরির খবর


৫) লাইটিং অ্যাসিস্ট্যান্ট

শূন্যপদ - ১টি

যোগ্যতা - মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে সার্টিফিকেট/লাইসেন্স এবং কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে।

বেতনক্রম - ১৯,৯০০/- টাকা - ৬৩,২০০/- টাকা


৬) লোয়ার ডিভিশন ক্লার্ক

শূন্যপদ - ১টি

যোগ্যতা - উচ্চমাধ্যমিক পাশ সহ কম্পিউটারে প্রতি মিনিটে ৩৫টি ইংরেজি ও ৩০টি হিন্দি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে।

বেতনক্রম - ১৯,৯০০/- টাকা - ৬৩,২০০/- টাকা

তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।



নির্বাচন পদ্ধতি



আবেদনকারীর সংখ্যার ভিত্তিতে প্রার্থীদের লিখিত পরীক্ষা/ট্রেড টেস্ট এবং ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য নির্বাচিত করা হবে।

নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন SRFTI এর অফিসিয়াল ওয়েবসাইট srfti.ac.in



আবেদন পদ্ধতি



আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ৯ আগস্ট, ২০২৪ তারিখের মধ্যে। আবেদন পত্র অনলাইনে ফিল আপ করার পর তার প্রিন্ট কপি ও  প্রয়োজনীয় তথ্যাদির সেলফ অ্যাটেস্টেড কপি সহ খামে ভরে জমা করতে হবে এই ঠিকানায় - The Director, Satyajit Ray Film & Television Institute, E.M Bypass Road, Panchasayar, Kolkata - 700094 '।

খামের উপর কোন পোস্টের জন্য আবেদন করা হয়েছে সেটি অবশ্যই উল্লেখ করতে হবে।

আবেদন মূল্য ১২০০/- টাকা। তবে এসসি/এসটি/মহিলা/প্রতিবন্ধীর ক্ষেত্রে আবেদন মূল্য জমা দিতে হবে না।

টাকা জমা করতে হবে অনলাইনে SBI COLLECT এর মাধ্যমে।

একাধিক পোস্টের জন্য আবেদন করতে পারবেন। তবে প্রতিটি পোস্টের ক্ষেত্রেই আবেদনকারীকে পৃথক পৃথক ভাবে আবেদন করতে হবে।


অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now


আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন SRFTI এর অফিসিয়াল ওয়েবসাইট srfti.ac.in


চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ ।

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ